রাজশাহীতে শেকড়ের সন্ধানে কনসার্টে আইয়ুব বাচ্চুকে স্মরণ

নিজস্ব প্রতিবেদক:

সংস্কৃতিক মন্ত্রণালয়ের উদ্যোগে শেকড়ের সন্ধানে প্রজেক্টের আওতায় রাজশহীতে কনসার্ট অনুষ্টিত হয়েছে। আজ শনিবার বিকাল থেকে রাজশাহী মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে কনসার্টটি শুরু হয়।

সরকারের জনকল্যাণমূলক ও উন্নয়ন কর্মকাণ্ড তৃণমূল পর্যায়ের জনগণকে অবহিত করার লক্ষ্যে কনসার্টটি অনুষ্ঠিত হয়।

ব্যপক আতোশবাজির ও জনসমাগমের মধ্যদিয়ে কনসার্টটি অনুষ্ঠিত হয়। এসময় সকল শিল্পীরা আইয়ুব বাচ্চুকে স্বরণ করে তাদের গান পরিবেশন করতে থাকে।

অনুষ্ঠানটিতে সঙ্গীতশিল্পী ও গিটারিস্ট আইয়ুব বাচ্চুর অংশগ্রহণ করার কথা ছিলো। প্রিয় এই শিল্পীর শেষ গান শোনা হলো না রাজশাহীবাসীর। রাজশাহীবাসী যেনো কাছে পেয়েও এই গুনি শিল্পীর গান শুনতে পারলো না।

বৃহস্পতিবার সকাল ৯টায় সবাইকে ছেড়ে আইয়ুব বাচ্চু চলে গেছেন না ফেরার দেশে। রাজধানীর একটি হাসপাতালে তিনি মারা যান।

স/অ