আইসিসি কি ঘুমিয়ে আছে: ইনজামাম

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড। কাছাকাছি সময়ে পাকিস্তান সফরেও যাচ্ছেন কিইউরা।

এ দুই দেশে সফর ও টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে ৩২ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড।

অদ্ভুত বিষয় হলো— বাংলাদেশ সিরিজের জন্য ঘোষিত নিউজিল্যান্ড স্কোয়াডে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে নেই। একইভাবে পাকিস্তান সফরে দেওয়া স্কোয়াডে নেই কিউই ক্যাপ্টেন কেন উইলিয়ামসনসহ শীর্ষ সাত তারকা।

সেপ্টেম্বর-অক্টোবরে সংযুক্ত আরব-আমিরাতে অনুষ্ঠিততব্য আইপিএলের বাকি ম্যাচগুলোর জন্যই এমন স্কোয়াড সাজিয়েছে নিউজিল্যান্ড বোর্ড।

দলের সেরা সাত ক্রিকেটারই সে সময় আইপিএল খেলতে যাবেন।

এমন ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম-উল হক। সরাসরি আইসিসির দিকে আঙুল তুললেন তিনি। জিজ্ঞেস করলেন, আইসিসি কী করছে! বিশ্বক্রিকেটের সর্বোচ্চ সংস্থা কি ঘুমিয়ে আছে?

দেশের খেলা রেখে আইপিএলকে কী করে প্রাধান্য দিচ্ছে নিউজিল্যান্ড বোর্ড, সে প্রশ্ন রেখে আইসিসিকে একহাত নেন ইনজামাম।

তিনি বলেন, ‘আইসিসি আসলে কী করছে? এসব কর্মকাণ্ড দিয়ে আসলে কোন ধরনের বার্তা দেওয়া হচ্ছে? আন্তর্জাতিক ক্রিকেটকে পাত্তা না দিয়ে বিভিন্ন দেশের ক্রিকেটাররা আইপিএল বা এ ধরনের ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগগুলোকে প্রাধান্য দিচ্ছে। এর মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটকেই গুরুত্বহীন করা হচ্ছে।’

আইপিএলের জন্য বিগত কয়েকটি সিরিজে পূর্ণশক্তির প্রতিপক্ষ পায়নি পাকিস্তান- অভিযোগ আনলেন ইনজামাম।

পাক কিংবদন্তি বলেন, ‘আপনারা খেয়াল করে দেখবেন, পাকিস্তানই বেশি ভুক্তভোগী এ ক্ষেত্রে। এপ্রিলে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে তাদের মূল দলকে পায়নি পাকিস্তান। সেই সময় প্রোটিয়াড়দের মূল খেলোয়াড়রা আইপিএলে ব্যস্ত ছিল। পাকিস্তান কেন যেন প্রতিপক্ষের সেরা দলটির বিপক্ষে খেলার সুযোগ পাচ্ছে না। এভাবে চলতে থাকলে বিশ্বকাপের প্রস্তুতি কীভাবে নেবে পাকিস্তান!’

 

সূত্রঃ যুগান্তর