আইসিটি প্রতিমন্ত্রীর সফর মন্ত্রিসভায় অবহিতকরণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আইসিটি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদের জার্মানি ও  আর্জেন্টিনা সফর সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিত করা হয়েছে।

সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ সফর সম্পর্কে অবহিত করা হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ‘ঝামেলামুক্ত ইলেক্ট্রনিক মানি ট্রান্সফারের পথ সুগম করতে পেপাল খুব শিগগির বাংলাদেশে কার্যক্রম শুরু করবে।’

তিনি আরো বলেন, ‘আইসিটি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক গত ২২ থেকে ২৪ মার্চ জার্মানিতে, ২৯ থেকে ৩১ মার্চ যুক্তরাষ্ট্রে এবং ২ থেকে ৪ এপ্রিল আর্জেন্টিনায় সফর করেন। সফরে তিনি গুগল, ফেসবুক ও পেপল এর উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

বর্তমানে সারাবিশ্বে দুই শতাধিক মার্কেটে পেপল সুবিধা রয়েছে।

সূত্র: রাইজিংবিডি