আইসিজেতে মিয়ানমারের বিরুদ্ধে ৫০০ পৃষ্ঠার নথি জমা দিলো গাম্বিয়া

জাতিসংঘের সর্বোচ্চ আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার মামলায় ৫০০ পৃষ্ঠার নথিপত্র জমা দিয়েছে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া। পাশাপাশি আরও পাঁচ হাজার পৃষ্ঠার সহায়ক নথিপত্রও জমা দেওয়া হয়েছে। মানবাধিকার সংগঠন ফর্টিফাই রাইটস এ তথ্য জানিয়েছে।

শুক্রবার নেদারল্যান্ডসের দ্য হেগে আইসিজের সদর দপ্তরে এই নথি পাঠায় দেশটি। মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নির্যাতন ও গণহত্যার তথ্য সমর্থনে ৫ হাজার পৃষ্ঠা জমা দেয়া হয়েছে। নিয়ম অনুযায়ী নিজেদের অবস্থান তুলে ধরতে তিন মাস সময় পাবে মিয়ানমার।

গত বছরের নভেম্বরে আইসিজেতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগ এনে মামলা করে গাম্বিয়া। এরপর শুনানি শেষে মিয়ানমারকে রাখাইনে গণহত্যা রোধে ব্যবস্থা নেয়ার আদেশ দেয়া হয়।

 

সূত্রঃ কালের কণ্ঠ