আইপিএল স্থগিত, সমর্থকদের যে বার্তা দিলেন কোহলি

আর্থিক লোকসান এড়াতে করোনা সংক্রমণের মধ্যেই বাড়তি ঝুঁকি নিয়ে শুরু হয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। কিন্তু ভারতে করোনা পরিস্থিতি তুলনামূলক বেশি খারাপ হওয়ায় টি-টোয়েন্টির এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট শুরুর পর মাঝপথে গিয়ে বন্ধ হয়ে যায়।

আইপিএল বন্ধের ঘোষণার পর সমর্থকদের ধন্যবাদ জানানোর পাশাপাশি সাধারণ মানুষকে সচেতনতার বার্তা দিয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলি।

টুইটারে কোহলি লিখেছেন- আমরা ধন্যবাদ জানাই আমাদের সমস্ত সমর্থকদের; যারা এই কঠিন সময় আমাদের সমর্থন করে গেছেন। পরের মৌসুমে আমরা আরও শক্তিশালী হয়ে ফিরব। নিজের খেয়াল রাখুন, ঘরে থাকুন আর সুস্থ থাকুন।

ভারতীয় ক্রিকেট দলের এই অধিনায়ক লিখেন- এখন কেউই নিজেকে এ ভাইরাস থেকে নিরাপদ মনে করবেন না। এ সময় সবাইকে ইতিবাচক মানসিকতা নিয়ে চলতে হবে। সুস্থ থাকুন, বাড়িতে থাকুন। বিশেষ প্রয়োজনে বাইরে বের হতে হলে দুটো মাস্ক ব্যবহার করুন। মানসিকভাবে নিজেকে চাঙ্গা রাখুন। এ খারাপ সময় আমরা ঠিক পেরিয়ে যাব। আতঙ্কিত হবেন না।