বুধবার , ১৫ সেপ্টেম্বর ২০২১ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

আইপিএল: সাড়ে ৮ কোটি রুপির কট্রেল এখন নেট বোলার

Paris
সেপ্টেম্বর ১৫, ২০২১ ১০:১৫ পূর্বাহ্ণ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) গত আসরে ওয়েস্ট ইন্ডিজ পেসার শেল্ডন কট্রেলকে সাড়ে ৮ কোটি রুপি দিয়ে কিনে নিয়েছিল পাঞ্জাব কিংস। সাদামাটা মৌসুম পার করেছিলেন তিনি। হারিয়েছেন জায়গা, বছর না ঘুরতেই পাল্টে গেছে দৃশ্যপটও। কোনো দলই তার দিকে আর নজর দেয়নি। তবে এবার আইপিএলে থাকছেন তিনি, কিন্তু নেট বোলার হিসেবে। যদিও টুর্নামেন্ট কর্তৃপক্ষ জানায়নি কোন দল তাকে নিয়েছে।

পাঞ্জাবের হয়ে কট্রেল গত মৌসুমে ৬ ম্যাচ খেলে পেয়েছেন ৬ উইকেট। হয়তো এই পারফরম্যান্সেই লেখা গিয়েছিল তার ভাগ্য। বিশ্বকাপের জন্য ওয়েস্ট ইন্ডিজের ট্র্যাভেল রিজার্ভ হিসেবে দলে জায়গা পেয়েছেন তিনি। চলতি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ৬ ম্যাচে নেন ৬ উইকেট।

আরব আমিরাতে শুরু হতে যাওয়া দ্বিতীয় পর্বের জন্য কট্রেলের সঙ্গে নেট বোলার হিসেবে আরও তিনজন উইন্ডিজ ক্রিকেটার আছেন। তারা হলেন ডমিনিক ড্রেকস, ফিদেল অ্যাডওয়ার্ডস ও রবি রামপল। এর মধ্যে রামপল জায়গা পেয়েছেন ১৫ জনের বিশ্বকাপ দলে। ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে ১৪ উইকেট নিয়ে চলতি সিপিএলে এখন পর্যন্ত সবচেয়ে সফল বোলার তিনি।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন

সর্বশেষ - খেলা