আইপিএলে কোহলির দলে মুশফিক!

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন আসরে বিরাট কোহলির নেতৃত্বে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে খেলতে পারেন মুশফিকুর রহিম। খবর ভারতীয় ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকট্রেকার। ওই প্রতিবেদনে বলা হয়েছে আসন্ন আইপিএলে মুশফিক, মাহমুদউল্লাহ ও লিটন কুমার দাস।

৩০ ডিসেম্বর কলকাতায় অনুষ্ঠিতব্য নিলামের তালিকায় রয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও জাতীয় দলের বর্তমান নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিকুর রহিম। তিনি জাতীয় দলের হয়ে ১৪ বছর ধরে খেলছেন। ইতিমধ্যে ৬৭ টেস্ট, ২১৬টি ওয়ানডে আর ৮১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম আসর থেকেই দাপুটে ক্রিকেট খেলছেন মুশফিক। রাজশাহী কিংস, সিলেট রয়েলস এবং সবশেষ আসরে চিটাগাং ভাইকিংসের নেতৃত্ব দেয়া জাতীয় দলের এ তারকা ক্রিকেটারকে বিরাট কোহলির দল রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু নিলামে নেয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।

সেই দিক বিবেচনায় টাইগারদের ভারত সফরটি খুবই গুরুত্বপূর্ণ। এই সফরে ভারতের মাঠে যারা (তিন ম্যাচের টি-টোয়েন্টি আর দুই ম্যাচের টেস্ট সিরিজ) প্রত্যাশার চেয়েও ভালো করতে পারবেন তাদের জন্য আইপিএলের দরজা খোলা।