আইপিএলের জন্যই পাকিস্তানে যাচ্ছেন না ইংলিশ তারকারা

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলতে পাকিস্তান সফরে যাচ্ছেন না ইংল্যান্ডের তারকা ক্রিকেটাররা।

শুধু ইংল্যান্ডই নয়, আইপিএলের জন্য তারকা ক্রিকেটারদের পাকিস্তান সফরে পাঠাচ্ছে না নিউজিল্যান্ড ক্রিকেট দলও।

অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা পাকিস্তানের।

ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে- ইংল্যান্ডের প্রথমসারির ক্রিকেটাররা পাকিস্তান সফরের পরিবর্তে আইপিএলে খেলতে সংযুক্ত আরব আমিরাত সফরে যাবেন।

আইপিএলে খেলতে যাওয়ার কারণে নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার কাইল জেমিসন, ট্রেন্ট বোল্ট, কেন উইলিয়ামসনরাও পাকিস্তান ও বাংলাদেশ সফর করবেন না।

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড তারকা খেলোয়াড়দের ছাড়পত্র দেওয়ার কথা আগাম জানিয়ে রাখলেও আইপিএলে ক্রিকেটারদের অংশগ্রহণের বিষয়টি তারকাদের হাতে ছেড়ে দিয়েছে। এমন খবরে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিরা দুশ্চিন্তা মুক্ত হলেন।

ভারতে করোনাভাইরাস বেশি সংক্রমিত হওয়ায় আইপিএল মাঝপথেই বন্ধ হয়ে যায়। আইপিএলের দ্বিতীয় পর্বের ম্যাচগুলো হবে সংযুক্ত আরব আমিরাতে।  আইপিএল শেষ হওয়ার পরই আমিরাতে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।

তাই বিশ্বকাপের প্রস্তুতি জোরদার করার জন্যই তারকা ক্রিকেটারদের পাকিস্তান সফরে না পাঠিয়ে আইপিএলে খেলার অনুমতি দিচ্ছে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।

 

সূত্রঃ যুগান্তর