বৃহস্পতিবার , ২ ডিসেম্বর ২০২১ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

আইপিএলকে টেক্কা দিতে আসা টি২০ লিগে দল কিনল ম্যানইউ

Paris
ডিসেম্বর ২, ২০২১ ৮:১১ অপরাহ্ণ

ক্রিকেটে নাম লেখাল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। আইপিএলকে টেক্কা দিতে আসা সংযুক্ত আরব আমিরাত টি-টোয়েন্টি লিগে (এমিরেটস ক্রিকেট লিগ) দল কিনেছে ম্যানইউর মালিক ল্যান্সার ক্যাপিটাল।

ল্যান্সার ক্যাপিটালের চেয়ারম্যান আভ্রাম গ্লেজার এক বিবৃতিতে এ তথ্য জানান।
তিনি বলেন, ‘আমিরাতের টি-টোয়েন্টি লিগের অংশ হতে পেরে আমি আনন্দিত। আমিরাতের এই লিগটি বিশ্বমানের হওয়ার সম্ভাবনা নিয়েই আসছে, যা এই অঞ্চলে ক্রিকেটের প্রচার-প্রসারেও বড় ভূমিকা রাখবে।’

গত মাসে আইপিএলের নতুন দুদলের একটির মালিকানা পেতে আগ্রহ প্রকাশ করেছিলেন আভ্রাম গ্লেজার। এ জন্য নিলামেও অংশ নেয় তার ক্লাব ল্যান্সার ক্যাপিটাল। কিন্তু শেষ পর্যন্ত নিলামে হেরে যায় তারা। লখনউ ও আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজির মালিকানা কিনে নেন আরপিএসজি ও সিভিসি ক্যাপিটাল।

যে কারণে আইপিএল থেকে মুখ ঘুরিয়ে আমিরাত টি-টোয়েন্টি লিগে সংযুক্ত হয়েছেন গ্লেজার।

প্রসঙ্গত আইপিএলকে টেক্কা দিতে আসছে এমিরেটস ক্রিকেট লিগ। বলা হচ্ছে— সেখানে নাকি আইপিএলের চেয়েও বেশি টাকা উড়বে। আগামী বছরের শুরুতেই চালু হতে যাচ্ছে এই এমিরেটস ক্রিকেট লিগ।

প্রথম আসরে এতে অংশ নেবে ছয় দল। গোটা আসরই অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতের ভেন্যু শারজাহ, আবুধাবি আর দুবাইয়ে।

এতে গ্লেজার ছাড়াও দল কিনতে আগ্রহী দিল্লি ক্যাপিটালসের অংশীদারিত্ব থাকা কিরণ কুমার গান্ধী ও বিগব্যাশের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি সিডনি সিক্সার্স।

 

সুত্রঃ যুগান্তর

সর্বশেষ - খেলা