অ্যাশেজের প্রথম দুই ম্যাচের জন্য অভিনব দল ঘোষণা অস্ট্রেলিয়ার

মিশন টি-২০ বিশ্বকাপ পূর্ণ করে ফেলেছে অস্ট্রেলিয়া। এবার অজিদের নিজরে দেশের মাঠে অ্যাসেজ সিরিজ। গতকাল বুধবার (১৭ নভেম্বর) অ্যাসেজের প্রথম দুইটি টেস্টের জন্য দল ঘোষণা করল ক্রিকেট অস্ট্রেলিয়া। আগামী ৮ ডিসেম্বর গাব্বার শুরু হবে অ্যাসেজ সিরিজের প্রথম টেস্ট ম্যাচ। দ্বিতীয় টেস্ট শুরু হবে ১৬ ডিসেম্বর অ্যাডিলেডে।

দীর্ঘদিন পরে অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট দলে সুযোগ পেলেন উসমান খোয়াজা ও ট্রাভিস হেড। ২০১৯ সালে অজিদের হয়ে শেষ টেস্ট খেলেছেন খোয়াজা। তবে ঘরোয়া ক্রিকেটে তিনি এই মুহূর্তে দুর্দান্ত ফর্মে রয়েছেন। যার সুবাদে অ্যাসেজ সিরিজে ডাক পেলেন তিনি। তবে অস্ট্রেলিয়াকে বিশ্বকাপ জেতানো বেশ কয়েকজন ক্রিকেটার- ম্যাথু ওয়েড, মিচেল মার্শ এমনকি টি-২০ দলের অধিনায়ক অ্যারন ফিঞ্চও সুযোগ পাননি অ্যাসেজ সিরিজে অজিদের দলে। অজি তরুণ ক্রিকেটার উইল পুকোভস্কিও অ্যাসেজ সিরিজে জায়গা পায়নি। চলতি বছরের শুরুতে ঘরের মাঠে ভারত ২-১ ব্যবধানে হারিয়েছিল অজিদের। এরপর এই প্রথম ঘরের মাঠে টেস্ট খেলবেন টিম পেইনরা।

এক নজরে অস্ট্রেলিয়ার ১৫ সদস্যের স্কোয়াড: 

 

টিম পেইন (অধিনায়ক), প্যাট কামিন্স, ক্যামেরন গ্রিন, মার্কাশ হ্যারিস, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, উসমান খোয়াজা, মার্নাস লাবুসেন, নাথান লিয়ন, মাইকেল নাসের, ঝাই রিচার্ডসন, মিচেল স্টার্ক, মিচেল সোয়েপসন, স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার।

 

সুত্রঃ বাংলাদেশ প্রতিদিন