অ্যাপলের এক ট্রিলিয়ন, কুকের হলো ৫ কোটি ৭০ লাখ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

প্রথমবারের মতো এক ট্রিলিয়ন ডলারের প্রতিষ্ঠান হয়েছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল।

এই পথ চলতে গিয়ে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী টিম কুক হয়েছেন আরো ধনী। এবার এক মুহূর্তেই তার পকেটে ঢুকেছে ৫৭ মিলিয়ন বা ৫ কোটি ৭০ লাখ মার্কিন ডলার।

ইউএস রেগুলেটর ফাইলের হিসাবের তথ্য দিয়ে বিজনেস ইনসাইডার জানাচ্ছে, কুক অ্যাপলের ২ লাখ ৫৬ হাজার শেয়ার বিক্রি করেছেন। যার মূল্য ১২১ মিলিয়ন বা ১২ কোটি ১০ লাখ ডলার।

এর মধ্যে করের জন্য ৬৪ মিলিয়ন ডলার কেটে রেখে নিজের পকেটে পুরেন বাকি ৫৭ মিলিয়ন মার্কিন ডলার।

এই আয় কুকের মাসিক বেতন এবং বোনাস ছাড়াই অতিরিক্ত আয়।

গত বছর কুক ১২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার আয় করেছিলেন। যার মধ্যে বেতন থেকে ৩০ লাখ এবং বোনাস পেয়েছিলেন ৯৩ লাখ। যা এবার অন্তত ৪৬ শতাংশ বেড়েছে।

ওই প্রতিবেদনে ধারণা করা হচ্ছে, এ বছর কুকের সম্পদের পরিমাণ দাঁড়াবে ৬২ কোটি ৫০ লাখ ডলার।

অ্যাপল ধারনা করছে, তৃতীয় প্রান্তিকে তাদের রাজস্ব বেড়ে দাঁড়াবে ৫৩.৩ বিলিয়ন ডলার। যা গত বছরের একই সময়ের চেয়ে অন্তত ১৭ শতাংশ বেশি।