অস্বাস্থ্যকর খাবার বন্ধে রাবি প্রশাসনের আল্টিমেটাম

নিজস্ব প্রতিবেদক:
অস্বাস্থ্যকর খাবার পরিবেশন বন্ধ করতে ক্যাম্পাসের বিভিন্ন দোকানকে পনেরো দিনের আল্টিমেটাম দিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি। সোমবার দুপুরে বিভিন্ন দোকানে অভিযান শেষে এ আল্টিমেটাম দেওয়া হয়।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে দুপুরে ক্যম্পাসে স্বাস্থ্যকর খাবার নিশ্চিতকরণ অভিযান কমিটির আহ্বায়ক ও সহকারী প্রক্টর আবু সাঈদ মো. নাজমুল হায়দারের নেতৃত্বে বিভিন্ন দোকানে অভিযান চালানো হয়। এ সময় উপস্থিত ছিলেন সহকারী প্রক্টর মো. শিবলী ইসলাম, ড. মুহম্মদ হাবিবুর রহমান, মো. হুমায়ূন কবির, গাজী তৌহিদুর রহমান এবং মো. রবিউল ইসলাম।

প্রক্টরিয়াল বডি হোটেল মালিকদের পুষ্টিকর খাবার পরিবেশনের নির্দেশ দেন। নির্দেশ অমান্য করলে দোকান বন্ধ করে দেয়া হবে বলেও ঘোষণা দেয় প্রক্টরিয়াল বডি।
স/শ