শুক্রবার , ১০ ডিসেম্বর ২০২১ | ১লা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

অস্ট্রেলিয়া বিশ্বকাপ নিয়ে পরিকল্পনা জানালেন মাহমুদউল্লাহ

Paris
ডিসেম্বর ১০, ২০২১ ৮:০৯ অপরাহ্ণ

আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর বসবে অস্ট্রেলিয়ায়। যেখানকার কন্ডিশনে খেলা এশিয়ার দলগুলোর জন্য খুবই কঠিন। তবে কন্ডিশন নিয়ে দুশ্চিন্তায় নেই বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

তিনি বলেন, আমি মনে করি খেলার জন্য অস্ট্রেলিয়ায় বেশ ভালো কন্ডিশন হবে। ট্রু বাউন্স থাকে, ট্রু পেস থাকে। প্রস্তুতি আমাদের ওপর নির্ভর করছে, আমাদের মনোভাব কেমন হবে তার ওপর।

শুক্রবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে রিয়াদ বলেন, বিশ্বকাপে পরিকল্পনা তো অবশ্যই ভালো খেলা। ভালো ফলাফল করলে আত্মবিশ্বাস ভালো থাকবে। আমাদের ব্যাটিং ইউনিটকে আরও ভালো করতে হবে। বোলাররা ধারাবাহিকভাবে ভালো করছে। ছোটখাটো কিছু টিউনিং ম্যাচ বাই ম্যাচ ঠিক করতে থাকলে আমরা ভালো কিছু অর্জন করতে পারব।

এক প্রশ্নের জবাবে বাংলাদেশ দলের এই টি-টোয়েন্টি অধিনায়ক বলেন, এটা তো আমার অংশ না। যারা ডেভেলপমেন্ট, সিলেকশন প্যানেলে আছে বা ম্যানেজমেন্ট ভালো বলতে পারবেন। খেলোয়াড় হিসেবে আমি বলতে পারি-পরেরবার কীভাবে ভালো করতে পারি এ জিনিস যেন খেয়ালে থাকে এবং ভালো পারফর্ম করতে পারি।

 

সূত্রঃ যুগান্তর

সর্বশেষ - খেলা