বুধবার , ২ নভেম্বর ২০১৬ | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

অসুস্থ হতে পারেন মিথুন, বন্ধুদের সহযোগিতা পাবেন সিংহ

Paris
নভেম্বর ২, ২০১৬ ৭:২৩ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃশ্চিক রাশির জাতক-জাতিকা। আপনার জন্ম সংখ্যা ২। আপনার ওপর প্রভাবকারী গ্রহ চন্দ্র ও মঙ্গল। আপনার শুভ সংখ্যা ২ ও ৯। শুভ বার সোম ও মঙ্গল। শুভ রত্ন মুক্তা ও রক্তপ্রবাল।

 

প্রকৃতিগতভাবে আপনি সেন্টিমেন্টাল, মেধাবী ও রোমান্টিক। আপনার কল্পনাপ্রবণ মন সহজেই হয়ে ওঠে আবেগপ্রবণ। সৃজনশীল হলেও আপনি স্বপ্নরাজ্যেই বেশি বিচরণ করতে চান। পরস্পরবিরোধী অনেক গুণের সমাবেশ ঘটতে পারে আপনার মধ্যে। মানসিক অস্থিরতা ও একাধিক বিষয়ের প্রতি ঝোঁক আপনার সাফল্যের অন্তরায় হতে পারে। তবে আপনার ইনটুইশন ও বিশ্লেষণীক্ষমতা প্রবল। আপনাকে অন্যরা ভুল বুঝবে। দৃঢ়তা, ধৈর্য ও আত্মবিশ্বাস আপনার সাফল্যের বুনিয়াদ হতে পারে।

 

দ্বাদশ রাশির পূর্বাভাস

 

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)

সময় খুব একটা অনুকূলে নাও থাকতে পারে। আজ কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত না নিলেই ভালো করবেন। ব্যবসায়িক দিক ভালো যাবে না। নতুন বিনিয়োগে সতর্কতা অবলম্বন করুন। কোনো সামাজিক সমস্যার উদ্ভব হতে পারে। রিপুকে সংযত রাখার চেষ্টা করুন।

 

বৃষ (২১ এপ্রিল-২০ মে)

দিনটি সামগ্রিকভাবে শুভ সম্ভাবনাময়। যৌথ ও অংশীদারি কারবারে সুফল পেতে পারেন। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন। জ্ঞাতিশত্রু সম্পর্কে সতর্ক থাকার চেষ্টা করুন। রোমান্স ও বিনোদন শুভ।

 

মিথুন (২১ মে-২০ জুন)

সময় খুব একটা ভালো নাও যেতে পারে। শত্রুপক্ষের তৎপরতা বৃদ্ধি পাবে। সীমা লঙ্ঘনের চেষ্টা না করলেই ভালো করবেন। শরীর ভালো যাবে না। সাময়িক কোনো অসুস্থতায় ভুগতে পারেন। আহারে বিহারে সতর্ক থাকুন।

 

কর্কট (২১ জুন-২০ জুলাই)

বিদ্যার্থীদের জন্য সময় অনুকূলে থাকবে। পড়াশোনায় মন বসাতে পারবেন। প্রেম-ভালোবাসার জন্য দিনটি শুভ। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। সৃজনশীল কাজে অগ্রগতি হতে পারে। ধর্মীয় কাজকর্মের প্রতি আগ্রহ বৃদ্ধি পেতে পারে।

 

সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)

আবেগ সংযত রাখার চেষ্টা করুন। উত্তেজনা ক্ষতির কারণ হতে পারে। বন্ধুদের সহযোগিতা পেতে পারেন। মন ভালো থাকবে। পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। কোনো আশা পূরণ হতে পারে।

 

কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

কাজকর্মে উৎসাহবোধ করবেন। সংগীতশিল্পীদের জন্য দিনটি শুভ নয়। গলা-সংক্রান্ত কোনো সমস্যা দেখা দিতে পারে। ছোট ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। প্রয়োজনে তাঁদের সহযোগিতা পেতে পারেন। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে।

 

তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তিযোগ আছে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। পড়াশোনায় আনন্দ পাবেন। অধীনস্তদের কাজে লাগাতে পারবেন। আত্মীয়স্বজনের সঙ্গে যোগাযোগ হতে পারে।

 

বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

শরীর মোটামুটি ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকবে। পোশাক-পরিচ্ছদ নির্বাচনে কোনো বিশেষ রঙের প্রতি আকর্ষণবোধ করতে পারেন। আত্মপ্রতিষ্ঠার চেষ্টায় সুফল পেতে পারেন। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করা সহজ হতে পারে। দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে।

 

ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যয়াধিক্য দেখা দিতে পারে। ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে। গোপন শত্রুতা বৃদ্ধি পাবে। অনভিপ্রেত কোনো সংবাদ পেতে পারেন। সম্ভাব্য ক্ষেত্রে বিদেশযাত্রার যোগ আছে।

 

মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধি পেতে পারে। বন্ধুদের সহযোগিতা আশা করতে পারেন। পেশাগত যোগাযোগ ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা আছে। সাংগঠনিক কাজে সুফল পাবেন। বড় ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে।

 

কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

সামাজিক কাজকর্মে সম্পৃক্ত হতে পারেন। সে ক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা আছে। পাবলিক ইমেজ বৃদ্ধি পাবে। কোনো উচ্চাশা পূরণ হতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। বেকারদের কারো কারো কর্মসংস্থান হতে পারে।

 

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

ভুল বোঝাবুঝি এড়িয়ে চলার চেষ্টা করুন। উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। সামাজিক কাজকর্মে অংশগ্রহণ করতে পারেন। পেশাগত দিক ভালো যাবে। আধ্যাত্মিকতার প্রতি অনুরাগ দেখা দিতে পারে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে।

সূত্র: এনটিভি

সর্বশেষ - লাইফ স্টাইল

আপনার জন্য নির্বাচিত