অশ্বিনের দ্রুততম ‘২৫০’

সিল্কসিটিনিউজ ডেস্ক:বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে রেকর্ড করেই যাচ্ছে স্বাগতিক ভারত। হায়দরাবাদে চতুর্থ দিনে তেমনই আরেকটি রেকর্ড করেছেন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। দ্রুতগতিতে ২৫০ উইকেট শিকার করেছেন ভারতীয় এই তারকা। মধ্যাহ্ন ভোজনের বিরতির আগে সেঞ্চুরিয়ান মুশফিকের উইকটটি নিয়েই এই মাইলফলকে পৌঁছান টেস্ট র‌্যাংকিংয়ের এক নম্বরে থাকা এই অলরাউন্ডার।

তার আগে ৪৮ টেস্ট খেলে এই তালিকায় শীর্ষে ছিলেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি ডেনিস লিলি। সেটা করেছিলেন ১৯৮১ সালে ভারতের বিপক্ষেই। এবার সেই লিলিকেই পেছনে ফেললেন অশ্বিন। এই মাইল ফলকে পৌঁছাতে অশ্বিনকে খেলতে হয়েছে ৪৫টি টেস্ট। ৪৯ টেস্টে ২৫০ উইকেট নিয়ে এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন।

অশ্বিন এই টেস্টে ২৮.৫ ওভার বল করে ৯৮ রান খরচায় নিয়েছেন দুটি উইকেট।

সূত্র:বাংলা ট্রিবিউন