রবিবার , ২৬ মে ২০২৪ | ১লা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

অল্প পানিতে বেশি ধান

Paris
মে ২৬, ২০২৪ ৬:২০ অপরাহ্ণ

সাপাহার প্রতিনিধি :

জলবায়ু-স্মাট কৃষি প্রযুক্তির মাধ্যমে সেচের পানি ব্যবহারের দক্ষতা,খামারের উৎপাদনশীলতা এবং পতিত জমির বব্যহার বৃদ্ধি করা; কৃষি উদ্যোক্তা কর্মসূচির মাধ্যমে কৃষিতে নারী, উপজাতি ও যুবকের ক্ষমতায়ন করা এবং উদভাবন,মূল্য শৃংখল শক্তিশালীকরণ এবং রপ্তানী প্রসারের স্টেক হোল্ডারদের সাথে অংশীদারিত্ব গড়ে তোলার লক্ষে নওগাঁর পত্নীতলা উপজেলায় বোরো ধান চাষে লাভজনক পানি সাশ্রয়ী ও ডাব্লিউ ডি পদ্ধতি অনুশীলনের উপর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

ঈষরসধঃব জবংরষরবহঃ অমৎরপঁষঃঁৎধষ অফাধহপবসবহঃ রহ ইৎরহফ চৎড়লবপঃ(ঈজঅঅই) বরেন্দ্র এলাকায় জলবায়ু সহনশীল কৃষি অগ্রগতি প্রকল্প এর আয়োজনে রোববার বিকেল ৪টায় উপজেলার হাটশাওলী নির্মইল বিজিবি ক্যাম্প মোড়ে খন্দকার মোফাজ্জল হোসেন এর সভাপতিত্বে মাঠ দিবসের উপর গুরুত্ব দিয়ে বক্তব্য প্রদান করেন পত্নীতলা উপ-সহকারী প্রকৌশলী বি এমডি এ আতাউর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মামুনুল হক, আমিনুল ইসলাম প্রজেক্ট সমন্বয়কারী ডাসকো ফাউন্ডেশন,মো: কামাল বারুদ ফাইনান্স এন্ড এডমিন অফিসার ডাসকো ফাউন্ডেশন।

প্রকল্পটির মূল লক্ষ হলো -জলবায়ু-স্মাট কৃষি অনুশীলনের মাধ্যমে বরেন্দ্র অঞ্চলের পত্নীতলা, নিয়ামতপুর, চাঁপাই সদর ও রাজশাহীর পবা সহ ৪টি উপজেলার ২৫ হাজার কৃষকের উন্নতি সাধন, সেচের দক্ষতা বৃদ্ধি এবং খামারের উৎপাদনশীলতা বৃদ্ধি এবং একটি শক্তিশালী সরকারী-বেসরকারী স্টেক হোল্ডার নেটওয়ার্ককে সংযুক্ত করে স্থানীয় কৃষি ব্যবসার সুযোগ সম্প্রসারিত করা।

উক্ত অনুষ্ঠানে বিভিন্ন এলাকার ২শতাধিক কৃষক উপস্থিত ছিলেন। সঞ্চালনায় ছিলেন ডাসকো ফাউন্ডেশনের আইয়ুব আলী।

সর্বশেষ - কৃষি