অর্থ হাতিয়ে নেয়ার মামলায় ইবি কর্মকর্তা কারাগারে

ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের আলমগীর হোসেন খান নামের এক কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। নড়াইলের দুই যুবককে বিদেশ পাঠানোর নামে ১০ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে আদালত তাকে কারাগারে প্রেরণ করেন।

বৃহস্পতিবার নড়াইল সদর নালিশি আদালতে জামিনের আবেদন করলে আদালত তার জামিন না মঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন।

বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার হিসেবে কর্মরত আলমগীরের বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার মিঠাখালী গ্রামে।

জানা যায়, নড়াইল সদর উপজেলার লস্করপুর গ্রামের অহিদুজ্জামান ও বাগবাড়ি গ্রামের সহিদুল ইসলামের সঙ্গে আলমগীর হোসেন খানের পূর্বপরিচয় ছিল। ২০১৭ সালের ৫ জানুয়ারি স্ট্যাম্পে লিখিত চুক্তি করে সিঙ্গাপুর পাঠানোর কথা বলে তাদের কাছ থেকে ১০ লাখ টাকা নেন আলমগীর হোসেন খান।

টাকা নেয়ার সময় তাদের ৬ মাসের মধ্যে সিঙ্গাপুর পাঠানোর চূড়ান্ত কথা হয়। যথারীতি টাকা নিয়ে তিনি অহিদুজ্জামান ও সহিদুল ইসলামের পাসপোর্ট করার ব্যবস্থা করেন। এরপর তারা আলমগীরের কাছে বিদেশ যাওয়ার তারিখ বা দিন জানতে চাইলে আজ-কাল বলে বলে ঘুরাতে থাকেন। একপর্যায়ে অহিদুজ্জামান ও সহিদুল তার কাছে টাকা ফেরত চাইলে টাকা না দিয়ে নানা টালবাহানা শুরু করেন। নিরুপায় হয়ে সহিদুল ইসলাম বাদী হয়ে নড়াইল সদর নালিশি আদালতে প্রতারণা মামলা করেন।

এবিষয়ে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোনটি রিসিভ করেননি।

স/া