অর্থ ও স্বর্ণালংকার ফিরে পেলেন ট্রেনের দুই যাত্রী

নীলফামারীর চিলাহাটি থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ‘নীলসাগর এক্সপ্রেস’ ট্রেনের দুই যাত্রী ঢাকা বিমানবন্দরে স্টেশনে নেমে পড়েন। এরপর ট্রেনটি কমলাপুরের উদ্দেশে ছেড়ে দিলে দুই যাত্রী বুঝতে পারেন তাদের মূল্যবান জিনিসপত্র রাখা ব্যাগ ভুলে রেখে এসেছেন তাদের আসনে। সেখান থেকে তাদের সেই ব্যাগ সংগ্রহ করে ওই যাত্রীদের হাতে তুলে দিয়েছেন ট্রেনের পরিচালক সাদিকুল মোরসালিন দুলাল।

সেই ব্যাগে ছিল ১ লাখ ৫০ হাজার টাকা, চার ভরি স্বর্ণালংকার, দুটি আইফোন ও কিছু কাগজপত্র। যাত্রীদের হাতে ওই ব্যাগ তুলে দেওয়াকে দায়িত্বশীলতা ও সততার নজির হিসেবে দেখছেন অনেকেই।

বৃহস্পতিবারের ওই ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তারা পরিচালক দুলালের ভূয়সী প্রশংসা করছেন।

সূত্র জানায়, নিজেদের ভুল বুঝতে পেরে ওই যাত্রীরা সঙ্গে সঙ্গেই এক আত্মীয়ের মাধ্যমে রেলওয়ের কন্ট্রোল রুমে যোগাযোগ করেন। তারা নীলসাগর এক্সপ্রেস ট্রেনের পরিচালককে ফোন দেন। ট্রেনটি কমলাপুরে ঢোকার সঙ্গে সঙ্গে ট্রেনের পরিচালক সাদিকুল মুরসালিন দুলাল নিজ দায়িত্বে ব্যাগটি উদ্ধার করেন। ট্রেনটি ফিরতি পথে ব্যাগটি যাত্রীদের কাছে তুলে দেন। তারা পরিচালক সাদিকুল মুরসালিন দুলালকে ধন্যবাদ জানান।

 

সূত্রঃ যুগান্তর