অভিষেক ম্যাচে গোলের পর চোটে আক্রান্ত ডি মারিয়া

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

জুভেন্তাসের হয়ে অভিষেক ম্যাচেই গোল করে দারুণ শুরু করেছেন আনহেল ডি মারিয়া। ক্লাবও বেজায় খুশি।  সেই আনন্দ মাটি হয়ে গেল ইনজুরির খবরে।  ঊরুর পেশির চোটে অন্তত ১০ দিন মাঠের বাইরে থাকতে হবে আর্জেন্টাইন মিডফিল্ডারকে।

আজ মঙ্গলবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ইতালির শীর্ষ ক্লাবটি।

পিএসজিতে সাত বছর কাটিয়ে এবারের উইন্ডোতে জুভেন্তাসে যোগ দেন ডি মারিয়া। এরপর প্রথম ম্যাচেই শুরুর একাদশে খেলার সুযোগ পেয়ে যান।  সাস্সুয়োলোর বিপক্ষে সেই সুযোগ কাজে লাগতে ভুল করেননি।  ২৬ মিনিটে তার গোলেই শুরুতে এগিয়ে যায় ইতালিয়ান ক্লাবটি।  ৩৪ বছর বয়সী এই ফুটবলার পুরো ম্যাচ খেলতে পারেননি। একটা সময় মাঠে তাকে খোঁড়াতে দেখা যায়।

দ্বিতীয়ার্ধে ডি মারিয়াকে তুলে নেন জুভেন্তাস কোচ মাস্সিমিলিয়ানো আল্লেগ্রি।  তার চোট নিয়ে ম্যাচ শেষে আলেগ্রি বলেন, ‘আমি চিন্তিত নই। আগামীকাল পরীক্ষায় কী আসে দেখা যাক। দুুর্ভাগ্যবশত, ফুটবলে এমনটা ঘটে। ঊরুর এই সমস্যা তার এক সপ্তাহ আগেও ছিল। যখন আমরা ৩-০-তে এগিয়ে গিয়েছিলাম, তখনই তাকে উঠিয়ে নেওয়া উচিত ছিল। কিন্তু সে মাঠে নিজেকে ভালোভাবে মেলে ধরছিল। ’

 

সূত্রঃ কালের কণ্ঠ