অভিযানের সময় তুরস্কের তিন সেনা নিহত

পিকেকের বিরুদ্ধে অভিযান চালানোর সময় তুরস্কের তিন সেনা নিহত হয়েছে। বৃহস্পতিবার উত্তর ইরাকে এই ঘটনা ঘটে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, সন্ত্রাসবিরোধী ‘ক্ল-থান্ডারবোল্ট’ অভিযান চালানোর সময় তিন তুর্কি সেনা নিহত হয়েছে।

এতে আরও বলা হয়, প্রতিশোধ নিতে কুর্দি সন্ত্রাসীদের লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। এতে ৬ কুর্দি সন্ত্রাসী নিহত হয়।

তুরস্কের ডেইলি সাবাহর খবরে বলা হয়েছে, উত্তর ইরাকে পিকেকে’র অনেক ঘাঁটি রয়েছে। এসব ঘাঁটিতে তাদের অসংখ্য যোদ্ধা লুকিয়ে আছে। এই জায়গা থেকে বেরিয়ে তারা তুরস্কের ওপর হামলা করে।

পিকেকে সন্ত্রাসীদের থামাতে তুরস্কের সেনাবাহিনী প্রায়ই নিজ দেশের সীমান্ত পার হয়ে উত্তর ইরাকে অভিযান পরিচালনা করে।

অনেক আগে থেকে তুরস্ক বলে আসছে, জাতীয় নিরাপত্তার জন্য হুমকি এমন কিছু তারা সহ্য করবে না। ইরাকের কর্মকর্তাদের তারা বারবার পিকেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানিয়ে আসছে।  প্রত্যাশিত ব্যবস্থা না নেওয়া হলে  সন্ত্রাসীদের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে তুরস্ক কার্পণ্য করবেন বলেও হুঁশিয়ারি দেয়।

 

সুত্রঃ যুগান্তর