অভিনন্দনের জোয়ারে ভাসছেন তাসকিন-সানি

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

বাংলাদেশের ক্রিকেটে এখন আনন্দের লহরি। পেসার তাসকিন আহমেদ ও বাঁ-হাতি স্পিনার আরাফাত সানির বোলিং অ্যাকশন বৈধ ঘোষণা করেছে আইসিসি। এমন দারুণ সুসংবাদে বাংলাদেশের ক্রিকেটাররা উচ্ছ্বসিত। দুই প্রিয় সতীর্থকে অভিনন্দনের জোয়ারে ভাসিয়ে দিচ্ছেন তাঁরা।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে সবসময়ই সরব মুশফিকুর রহিম। তাসকিন-সানিকে অভিনন্দন জানাতে বিন্দুমাত্র দেরি করেননি তিনি। নিজের ফেসবুক পেজে বাংলাদেশের টেস্ট অধিনায়ক লিখেছেন, ‘তাসকিন ও সানি ভাইয়ের বোলিং অ্যাকশন বৈধ ঘোষিত হয়েছে। আমার কাছে এর চেয়ে খুশির খবর আর কিছুই হতে পারে না। আলহামদুলিল্লাহ। ওয়েলকাম ব্যাক!’

 

মুস্তাফিজুর রহমানও আনন্দিত। কাঁধে অস্ত্রোপচারের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে হবে কাটার-মাস্টারকে। আফগানিস্তান ও ইংল্যান্ড সিরিজে নিজে খেলতে না পারলেও দুই সতীর্থর ‘মুক্তি’র আনন্দে তিনি উদ্বেল, ‘আলহামদুলিল্লাহ। তাসকিন আহমেদ ও আরাফাত সানিকে ফিরে আসার জন্য স্বাগতম।’

 

সৌম্য সরকারও দারুণ খুশি। ফেসবুকে এই আক্রমণাত্মক ওপেনারের মন্তব্য, ‘আরাফাত আর তাসকিনের বোলিং অ্যাকশন বৈধ ঘোষিত হয়েছে। ওয়েলকাম ব্যাক বন্ধুরা।’ স্বস্তি প্রকাশ করেছেন আরেক ওপেনার এনামুল হক বিজয়ও, ‘আলহামদুলিল্লাহ। আরাফাত সানি ও তাসকিন আহমেদের বোলিং অ্যাকশন বৈধ ঘোষিত হয়েছে।’

 

শুধু আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ছাড়পত্রই পাননি, আরেকটি খুশির খবরও পেয়েছেন তাসকিন। আফগানিস্তান সিরিজের দল ঘোষণার সময় প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছিলেন, নিষেধাজ্ঞা উঠে গেলে তাসকিন যোগ দিতে পারেন দলের সঙ্গে। হয়েছেও ঠিক তাই। আগামীকাল প্রথম ওয়ানডেতেই বল হাতে দেখা যেতে পারে এই প্রতিভাবান পেসারকে।

সূত্র: এনটিভি