বুধবার , ৫ জানুয়ারি ২০২২ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

‘অবিশ্বাস্য বাংলাদেশে লণ্ডভণ্ড নিউজিল্যান্ড’

Paris
জানুয়ারি ৫, ২০২২ ৬:২৩ অপরাহ্ণ

নিউজিল্যান্ডে টাইগারদের ঐতিহাসিক টেস্ট জয়ে বিশ্ব মিডিয়া বাংলাদেশ দলকে নিয়ে প্রশংসা করছে।

তবে নিউজিল্যান্ডের সংবাদমাধ্যমগুলো নিজেদের দলের কঠোর সমালোচনায় ব্যস্ত।

দেশটির অনলাইন সংবাদমাধ্যম স্টাফ ব্যঙ্গ করে কিউদের এই হারকে ‘হল অব শেম’ (লজ্জার তালিকা) শিরোনামে তাদের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে পীড়াদায়ক হারের সংক্ষিপ্ত তালিকা করেছে। সেখানে সবার ওপরে জায়গা দিয়েছে বাংলাদেশের বিপক্ষে ৮ উইকেটের এই হার।

দেশটির শীর্ষ দৈনিক নিউজিল্যান্ড হেরাল্ড এই হারকে অন্যতম বড় অঘটন হিসেবে দেখছে। তাদের অনলাইন সংস্করণের শিরোনাম, ‘অবিশ্বাস্য বাংলাদেশে লণ্ডভণ্ড নিউজিল্যান্ড, টেস্ট ইতিহাসের ঐতিহাসিক বিপর্যয়।’

মাউন্ট মঙ্গানুই টেস্টে প্রথম ইনিংসে ৩২৮ রানে অলআউট হয় স্বাগতিক নিউজিল্যান্ড। জবাবে চার ফিফটিতে ৪৫৮ রান করে বাংলাদেশ।

১৩০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে এবাদত হোসেন আর তাসকিনের গতির মুখে পড়ে ৩৯ রান লিড নিয়েই অলআউট হয় কিউইরা।

৪০ রানের মামুলি স্কোর তাড়া করতে নেমে ২ উইকেট হারিয়ে ৮ উইকেটের জয়ে ইতিহাস গড়ে বাংলাদেশ।

অথচ এই সফরে পারিবারিক, ইনজুরি আর অভিমানে অবসর নেওয়ায় যাওয়া হয়নি সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদের মতো দেশ সেরা তারকাদের। তাদেরকে ছাড়াই তারুণ্য নির্ভর দল নিয়ে নিউজিল্যান্ডে কাঙ্খিত জয় পায় মুমিনুর হকরা।

 

সুত্রঃ যুগান্তর

সর্বশেষ - খেলা