অবিক্রীত থাকা নিয়ে মাশরাফির আক্ষেপ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বঙ্গবন্ধু বিপিএলের নিলামে প্রথম দফায় মাশরাফি বিন মুর্তজাকে কোনো দল নেয়নি । পরে দলের অষ্টম খেলোয়াড় হিসেবে ঢাকা প্লাটুন নিয়েছিল ‘এ প্লাস’ ক্যাটাগরিতে থাকা মাশরাফিকে। এ নিয়ে আক্ষেপ ঝরে পড়লো বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক মাশরাফির কণ্ঠে।

ঢাকা প্লাটুনের নেতৃত্ব দিচ্ছেন মাশরাফি। গতকাল শুক্রবার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ম্যাচের পর তিনি বলেন, আমি তো প্রায় অবিক্রীতই থাকি (নিলামে)। আমার কাছে আশা করেই-বা কী! আশা করলে তো সবার আগেই বিক্রি হয়ে যাওয়ার কথা।

বর্তমানে পয়েন্ট টেবিলের তিনে আছে ঢাকা। মাশরাফি বলেন, সব দলই সমান প্রত্যাশা নিয়ে খেলে। আমরাও একই প্রত্যাশা নিয়ে খেলছি। শেষ পর্যন্ত টিকে থাকতে যা দরকার সেটা করব। এখন পয়েন্ট টেবিলে চারে আছি, দৌড় থেকে যে বাইরে আছি, তা না।