অবশেষে মুক্তি পেলেন নাজানিন

ইরানে ছয় বছর বন্দি থাকার পর ব্রিটিশ-ইরানি নারী নাজানিন জাঘারি-র‍্যাটক্লিফ মুক্তি পেয়েছেন। তিনি যুক্তরাজ্যের উদ্দেশে রওনা হয়েছেন বলে টুইটে জানিয়েছেন তার এলাকার আইন প্রণেতা টিউলিপ সিদ্দিক।

তিনি জানান, জাঘারি-র‍্যাটক্লিফ তেহরান বিমানবন্দরে রয়েছেন। রয়টার্স জানিয়েছে, জাঘারি-র‍্যাটক্লিফের সঙ্গে যুক্তরাজ্যে ফিরছেন ইরানে বন্দি থাকা আরেক ব্রিটিশ-ইরানি আনুশেহ আসুরি।

ইরানের সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে ২০১৬ সালে গ্রেপ্তার হয়েছিলেন নাজানিন জাঘারি-র‍্যাটক্লিফ। অন্যদিকে আনুশেহ আসুরি গুপ্তচরবৃত্তির অভিযোগে ২০১৭ সালে গ্রেপ্তার হয়েছিলেন।

 

সূত্রঃ কালের কণ্ঠ