অবশেষে চাকরি পেলেন হিথ স্ট্রিক

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন বোলিং কোচ হিথ স্ট্রিক ভারতে চাকরি পেয়েছেন। উত্তর প্রদেশের গৌরহারি সিংহানিয়া ক্রিকেট একাডেমির পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন স্ট্রিক।

রাজ্যের তরুণ ও প্রতিভাবান খেলোয়াড়দের নিয়ে কাজ করবেন স্ট্রিক। টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে। মাইসোরে উত্তর প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের(ইউপিসিএ) কার্যনির্বাহী সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া রঞ্জি ট্রফির দল উত্তর প্রদেশের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ভারতের প্রাক্তন টেস্ট অলরাউন্ডার মনোজ প্রভাকর। আগে ভেঙ্কটেশ প্রসাদ এ দলের দায়িত্বে ছিলেন। উত্তর প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের (ইউপিসিএ) সেক্রেটারি রাজীব শুক্লা বলেন,‘হিথ স্ট্রিককে একাডেমির পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সে এখানকার একাডেমির তরুণ ও প্রতিভাবান ক্রিকেটারদের নিয়ে কাজ করবেন।’

আইপিএল চলাকালীন ভারতীয় পত্রিকা দ্য হিন্দু খবর প্রকাশ করেছিল, ‘বাংলাদেশের বোলিং কোচের চাকরি ছেড়ে ভারতের জাতীয় ক্রিকেট একাডেমির বোলিং কোচের দায়িত্ব পেতে আবেদন করেছেন হিথ স্ট্রিক।’জুনেই বিসিবির সঙ্গে হিথ স্ট্রিকের চুক্তি শেষ হয়। চুক্তি শেষ হবার আগে স্ট্রিক বিসিবিকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেন, চুক্তি নবায়ন করছেন না তিনি। ভারতে চাকরির আশায় বিসিবির সঙ্গে চুক্তি করেননি জিম্বাবুয়ের প্রাক্তন অধিনায়ক।

সূত্র: রাইজিংবিডি