সোমবার , ৬ নভেম্বর ২০২৩ | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

অবরোধের ৩০ ঘণ্টায় ১৮ টি আগুনের ঘটনা

Paris
নভেম্বর ৬, ২০২৩ ১:১৩ অপরাহ্ণ

সিল্কসিটি নিউজ ডেস্ক

বিএনপির ডাকা দ্বিতীয়বারের অবরোধ কর্মসূচি চলছে। রোববার (৫ নভেম্বর) ভোর ৬টা থেকে ৪৮ ঘণ্টাব্যাপী এ কর্মসূচি শুরু হয়। শেষ হবে আগামী মঙ্গলবার (৭ নভেম্বর) ভোর ৬টায়। এ অবরোধে সমর্থন জানিয়ে দলটির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা অন্য দলগুলোও এ কর্মসূচি পালন করবে। এদিকে জামায়াতে ইসলামীও আলাদা করে ৪৮ ঘণ্টা অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে।

অবরোধের শুরুর দিন রোববার ভোর ৪ টা থেকে সোমবার সকাল ১০ টা পর্যন্ত ৩০ ঘন্টায় মোট ১৮ টি আগুনের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের মিডিয়া সেল।

এর মধ্যে ঢাকা সিটিতে ১০টি, ঢাকা বিভাগে (গাজীপুর, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ) ৪টি, চট্টগ্রাম বিভাগে (খাগড়াছড়ি, আনোয়ারা, পটিয়া) ৪টি।

এ ঘটনায় ১৩ টি বাস, ২ টি ট্রাক, ১ টি প্রাইভেটকার, ১ টি সিএনজি, ১ টি লেগুনা পুড়ে যায়। এই ১৮টি অগ্নিকাণ্ড নির্বাপণ করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৩৬ টি ইউনিট ও ২১৬ জন জনবল কাজ করেন।

এই ১৮ টি আগুন লাগার স্থান ও সময় 

১. ভোর ৪ টা সাদ্দামমার্কেট, মাতুয়াইল, ডেমরা, ঢাকা, বাসে আগুন

২. ভোর ৪ টা জুরাইন বালুর মাঠ, শ্যামপুর, ঢাকা, তুরাগ বাসে আগুন

৩. সকাল ৫ টা ১৭ মিনিটে মিরপুর-৬, ঢাকা, বাসে আগুন

৪. সকাল ৬ টা ২৪ মিনিটে ভোগরা, গাজীপুর, বাসে আগুন।

৫. সকাল ১১ টা ৫০ মিনিটে জিরোমাইল, খাগড়াছড়ি সদর, ১টি মিনি ট্রাকে আগুন

৬. বিকেল ৩ টা ৪২ মিনিটে বাংলা কলেজের সামনে মিরপুর, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস (চৈতালি) আগুন।

৭. সন্ধ্যা সাড়ে ৬ টায় বাংলামোটর মোড়, বাসে আগুন

৮. সন্ধ্যা ৬ টা ৫৮ মিনিটে মিরপুর ১২, পল্লবী, শিকড় পরিবহন বাসে আগুন

৯. রাত ১০ টা ১৫ মিনিটে নীলক্ষেত মোড় নিউমার্কেট প্রাইভেট কারে আগুন

১০. ১০ মিনিটে ২৫ মিনিটে বায়েজিদ চট্টগ্রাম, টাউন সার্ভিস পরিবহন বাসে আগুন

১১. সাড়ে ১১টায় হাজারীবাগ, সেন্ট্রাল লাইন ট্রান্সপোর্ট বাসে আগুন

১২. রাত ১২ টা ৩৬ মিনিটে জুরাইন পোস্তাগোলা, ঢাকা, বাংলাদেশ বিমান স্টাফ বাসে আগুন

১৩. রাত ১ টা ২৭ মিনিটে মুগদা সিএনজি পাম্পের সামনে ১টি লেগুনাতে আগুন

১৪. রাত ২ টা ১১ মিনিটে গাজীপুর, কদমতলী, বিআইডিসি রোড, বাসে আগুন

১৫. ভোর ৫ টা ৫ মিনিটে চৌমুহনী আনোয়ারা, চট্টগ্রাম, বাসে আগুন

১৬. ভোর ৫ টা ১৮ মিনিটে সফিপুর ওভার ব্রিজের নিচে কালিয়াকৈর পরিবহন বাসে আগুন

১৭. ভোর ৫ টা ৪৫ মিনিটে পটিয়া পৌরসভার, চট্টগ্রাম সিএনজিতে আগুন।

১৮. ভোর ৫ টা ৪৮ মিনিটে খোকা কমিউনিটি সেন্টার, বাংলাদেশ ব্যাংকের পাশে ট্রাকে আগুন

 

 

সর্বশেষ - জাতীয়