বৃহস্পতিবার , ২৯ ডিসেম্বর ২০১৬ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

অপরাধ দমনে পুলিশ-জনতা এক হয়ে কাজ করতে হবে : পুলিশ সুপার

Paris
ডিসেম্বর ২৯, ২০১৬ ৯:০৭ অপরাহ্ণ

বাঘা প্রতিনিধি:
সন্ত্রাস, জঙ্গি, মাদক, জুয়া, বাল্য বিবাহ, নারি ও শিশু নির্য়াতন, নিখোঁজসহ এলাকায় অপরিচিত ব্যক্তি দেখলেই পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করুন। কমিউনিটি পুলিশিং ফোরামের মাধ্যমে সমাজের যে কোন অপরাধ কর্মকান্ড নির্মুল করতে চাই পুলিশ। মনে করবেন পুলিশই জনতা, জনতাই পুলিশ। পুলিশ জনতা মিলে কাজ করলে সমাজে কোন অপরাধ থাকবেনা।

 

বৃহস্পতিবার বিকালে কমিউনিটি পুলিশিং এর মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যকালে এসব কথা বলেন, রাজশাহী পুলিশ সুপার মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভুঁঞা। বাঘা উপজেলার চরবেষ্টিত চকরাজাপুর ইউনিয়নের আয়োজনে পলাশীফতেপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 
চেয়ারম্যান আজিজুল আজমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি  হিসাবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ আলী মাহমুদ।

 
শিক্ষক মুজিবুর রহমানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,প্রধান শিক্ষক রোকুনুজ্জামান, সাবেক ইউপি সদস্য আহম্মদ আলী, বাঘা পৌর কমিউনিটি পুলিশিং কমিটির আহ্বায়ক সাংবাদিক আব্দুল লতিফ মিঞা। উম্মুক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, ইউপি সদস্য আবুল হোসেন শিকদার।
বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে বলেন, কমিউনিটি পুলিশ ফোরামের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রনে সভা, সেমিনার করে জনগণকে অবহিত করা হচ্ছে। জনগনের সহযোগিতা পেলে অপরাধ দমনে পুলিশ সক্রিয় ভ’মিকা পালনে সক্ষম হবে। সভাপতি তার বক্তব্য বলেন, তার ইউনিয়নে কমিউনিটি পুলিশিং ফোরামের  সভার মাধ্যমে জনসচেতনতা গড়ে তোলা হবে।

স/অ

সর্বশেষ - রাজশাহীর খবর