অন্যরকম নাটক মাটির হুর

বৈশাখী টেলিভিশনের নতুন পরিকল্পনায় সম্প্রতি যুক্ত হয়েছে সামাজিক একক নাটক। প্রচার হচ্ছে প্রতি বৃহস্পতিবার রাত ১০টায়। সেই ধারাবাহিকতায় ৬ জানুয়ারি প্রচার হবে নাটক ‘মাটির হুর’।

শাহ আলম নূরের রচনায় নাটকটি পরিচালনা করেছেন রুস্তম আলী। এতে অভিনয় করেছেন তানভীর, ফারজানা মিহি প্রমুখ। বিশ্বাস-অবিশ্বাস, সত্য ও সুন্দরভাবে জীবনযাপনই নাটকের মূল উপজীব্য।

নাটকের নায়ক অনাকাঙ্খিত এক ঘটনায় হাসপাতালে ভর্তি হন।  নায়ক মূলত একজন আল্লাহ প্রেমী কবি। কবির কবিতা এবং তার আচরণে আকৃষ্ট হন হাসপাতালের নবীন সুন্দরী ডাক্তার। এক সময় ভালো লাগা তৈরি হয় দু’জনের। মোহময় জাগতিক মায়া ছেড়ে মহাজাগতিক সফরে সঙ্গী হতে চান তারা। কিন্তু কিভাবে? এসব কিছুরই উত্তর রয়েছে মাটির হুর নাটকে।

এতে অভিনয় প্রসঙ্গে নাটকের অভিনেতা তানভীর বলেন, আমি যত নাটক কাজ করেছি তার মধ্যে এটি অন্যরকম। এ ধরনের নাটকে কখনোই অভিনয় করিনি আমি। মহান স্রষ্টার প্রতি নিজেকে সপে দেয়ার অনুভূতি সত্যিই অন্যরকম।

 

সূত্রঃ যুগান্তর