অনার্স পরীক্ষার সময় ৩০ মিনিট কমানোর প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও বিক্ষোভ

এনএস কলেজ প্রতিনিধি:

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার সময় ৩০মিনিট কমানোর প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে নবাব সিরাজ (এনএস) উদ্-দৌলা সরকারি কলেজের শিক্ষার্থীরা।

 

আজ মঙ্গলবার সকালে কলেজটির ইংরেজি বিভাগের আয়োজনে মূল ফটকের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালন করে শিক্ষার্থীরা। প্রায় ঘন্টা ব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা।

 

এসময় বক্তারা বলেন, জাতীয় বিশ্বব্যিালয়ের অধিনে সকল পরীক্ষা ৪ঘন্টা ধরে অনুষ্ঠিত হয়ে আসছে। কিন্তু হঠাৎ করেই পরীক্ষার সময় ৩০ মিনিট কমিয়ে সাড়ে তিন ঘন্টা করা হয়েছে। এত কম সময়ে মধ্যে সকল প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয়। এ অবস্থায় পূর্বের সময় বহাল রাখার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আহবান জানানো হয়।

 

পরে কলেজ চত্বরে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা।

 

উল্লেখ্য, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮৩তম একাডেমিক কাউন্সিলে অনার্স, ডিগ্রী, মাস্টার্স পরীক্ষার সময় কমিয়ে ৪ ঘন্টা পরিবর্তে সাড়ে ৩ ঘণ্টা করা হয়েছে।

স/অ