অধ্যক্ষকে পুকুরে ফেলে লাঞ্ছিত: মোট গ্রেফতার নয়

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী পলিটেকনিকে অধ্যক্ষ প্রকৌশলী ফরিদউদ্দিন আহম্মেদকে জোর করে টেনে হিঁচড়ে পুকুরে ফেলা মামলায় আরো একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এনিয়ে গ্রেফতার দাড়ালো নয়জনে।

আজ সোমবার (০৪ নভেম্বর) বেলা ১১টার দিকে রাজশাহী মহানগর পলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকাল রোববার (০৩ নভেম্বর) দিবাগত রাতে অভিযান চালিয়ে তিনজনকে ও পরে আরো একজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, আসাম কলোনী এলাকার রবিউল ইসলামের ছেলে মেহদী হাসান আশিক (২২), একই এলাকার শাহ আলমের ছেলে মেহদী হাসান হিরা (২৩) ও নগরীর সাধুর মোড় এলাকার নোমানের ছেলে নবীউল উৎস (২০)। এছাড়া নগরীর ছোটবনগ্রাম এলাকার খন্দকার আলমগীরের ছেলে নজরুল ইসলাম (২৩)। তারা সবাই রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থী। এর আগে ঘটনার পরের রাতেই আরো পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশের এই কর্মকর্তা বলেন, তবে মামলায় উল্লেখিত নামের কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তাদের গ্রেফতারে চেষ্টা চলছে।

প্রসঙ্গত, শনিবার (২ নভেম্বর) দুপুর দেড়টার দিকে ইন্সটিটিউটের অধ্যয়নরত ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মীরা অধ্যক্ষকে পুকুরে ফেলে দেয়। এ ঘটনায় সিসিটিভির ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করেছেন শিক্ষকরা।

 

স/আ