অধিনায়কত্ব হারাচ্ছেন কোহলি!

সিল্কসিটিনিউজ ডেস্ক:

প্রতি মৌসুমেই দল গঠনে কাঁড়ি কাঁড়ি ডলার ঢালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। ডেরায় ভেড়ায় তারকা ক্রিকেটারদের। উদ্দেশ্য একটাই শিরোপা জয়। তবু এখন পর্যন্ত সেই সাধের আইপিএল শিরোপা অধরাই রয়েছে দলটির। সেরা সাফল্য রানার্সআপ। কয়েক আসরে তো শীর্ষ চারেও উঠতে পারেননি তারা।

এবার ব্যর্থতার শেকল ভাঙতে বদ্ধপরিকর আরসিবি। চ্যাম্পিয়ন হতে আঁটসাঁট বেঁধে মাঠে নামছে দলটি। দলে আনছে একাধিক রদবদল। নেতৃত্বে আসছে পরিবর্তন। ইতিমধ্যে কোচের পদ থেকে ইস্তফা দেয়া হয়েছে ড্যানিয়েল ভেট্টোরিকে। কিউই কিংবদন্তির স্থলাভিষিক্ত হয়েছেন গ্যারি কারস্টেন। শোনা যাচ্ছে, অধিনায়কের পদ থেকে বিরাট কোহলিকে সরিয়ে দিচ্ছে ফ্র্যাঞ্চাইজিটি।

ভারতীয় চ্যানেল সুবর্ণ নিউজের বার্তা, কোহলির কাছ থেকে নেতৃত্ব কেড়ে নিচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। নতুন অধিনায়ক নির্বাচন করছে দলটি। শিগগিরই বৈঠকে বসছে ম্যানেজমেন্ট। সেখানেই তার ভাগ্য নির্ধারিত হতে পারে। হবু নেতাও মোটামুটি ঠিক। আইপিএলের দ্বাদশ আসরে দলকে নেতৃত্ব দিতে দেখা যেতে পারে এবি ডি ভিলিয়ার্সকে।

গেল ১১ আসরে তিনবার ফাইনালে উঠেছে আরসিবি। প্রতিবারই রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে। সবশেষ আসরে ১৪ ম্যাচে ৬ জয়ে ষষ্ঠ হয়ে টুর্নামেন্ট শেষ করেছে দলটি। এমন পারফরম্যান্সের পর সমালোচনার মুখে পড়তে হয় ম্যানেজমেন্টকে। যার জেরে কোচিং স্টাফদের ছেঁটে ফেলেছেন তারা। এবার নেতৃত্ব থেকে সরিয়ে দিচ্ছেন কোহলিকে। এতে দলটির কতটা ভাগ্য বদলায় এখন তাই দেখার।