অধিনস্তদের বিশেষ চেয়ার ছেড়ে দিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
অনুষ্ঠানের সর্বোচ্চ ব্যক্তি হয়েও বসলেন না ৩টি বিশেষ চেয়ারের একটিতেও। তারই অধিনস্ত সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে প্রধান অতিথি করার জন্য তারই সিদ্ধান্তের পর অনুষ্ঠান শুরু হলে বসেন অতিথিদের চেয়ারে। পিছনে টাঙ্গানো ব্যানারেও লিখতে দেননি তার নাম ও পদবী। বিশেষ ৩টি চেয়ার ছেড়ে দেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রূপন কান্তি শীল, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এ.জেড.এম নুরুল হক ও পুলিশ সুপার টি.এম মোজাহিদুল ইসলামকে। তাদের শত অনুরোধেও বসেননি বিশেষ ৩টি চেয়ারের একটিতেও। এভাবে অধিনস্তদের বিশেষ চেয়ার ছেড়ে দেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. জিল্লার রহমান। ৩০ সেপ্টেম্বর শিবগঞ্জে সমাজকল্যাণ মন্ত্রণালয় ও তারই সার্বিক সহায়তায় গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসেবার মাধ্যমে নিরাপদ ও সুস্থ্য মা এবং শিশু‘র জীবনের লক্ষ্যে সেবিকাদের মাধ্যমে সহায়তা প্রদানের জন্য উদ্বোধন ও প্রাথমিক সভায় বক্তারা মূল প্রতিপাদ্যের পাশাপাশি তার প্রসংসা করতে গেলে বাধা দেন তিনি।

জানা যায়, তারই জন্মভূমিতে (শিবগঞ্জ) অনুষ্ঠান, তাই এর আগেও কোনো অনুষ্ঠানের চেয়ারে তোয়ালে থাকলে বসতে আপত্তি করতেন তিনি।  শিবগঞ্জে তার অবদানের কথাগুলিও কোন বক্তা কোন সভায় বলতে গেলে তিনি বাধ সাধেন। তবে রবিবারের সভায় এমন অবস্থায় মিডিয়াকর্মী ও উপস্থিত ব্যক্তিরা তাকে প্রধান বক্তা হিসেবেই আখ্যায়িত করেন।

স/শা