অতিরিক্ত ৪% কর্তন প্রজ্ঞাপনের প্রতিবাদে আত্রাইয়ে শিক্ষকদের মানববন্ধন

আত্রাই প্রতিনিধি:

বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের নামে শতকরা ১০ টাকা হারে বেতন থেকে অতিরিক্ত ৪% কর্তন করার প্রজ্ঞাপন স্থায়ী বাতিলের দাবিতে নওগাঁর আত্রাইয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকাল সাড়ে ৪টায় আত্রাই উপজেলা বেসরকারী শিক্ষক সমিতির উদ্যোগে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ শিক্ষক সমিতি আত্রাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও নবাবের তাম্বু উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মো. বেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন শিক্ষক সমিতির যুগ্ন সাধারণ সম্পাদক হেলালুর রহমান, প্রচার সম্পাদক মো. রুহুল আমীন, আত্রাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হেনা মোস্তফা কামাল, প্রধান শিক্ষক আনিছুর রহমান, প্রভাষক শহিদুল ইসলাম, প্রভাষক প্রশান্ত কুমার প্রমুখ।

উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য সহকারি শিক্ষকগণ এসময় উপস্থিত ছিলেন।

এসময় উপস্থিত শিক্ষকগণ বলেন, শিক্ষকরা জাতি গড়ার কারিগর। সরকারকে শিক্ষাবান্ধব হওয়ার আগে শিক্ষকবান্ধব হতে হবে। শিক্ষকদের উপযুক্ত বেতনসহ সরকারী অন্যান্য চাকরির ন্যায় সমস্ত সুযোগ সুবিধা দেওয়ার দাবী করেন তারা। সেই সাথে বেসরকারী শিক্ষকদের অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের নামে অতিরিক্ত ৪% বেতন কর্তন না করার দাবি জানানো হয়।

স/শা