অগ্রণী ব্যাংকের ডিএমডিসহ তিন কর্মকর্তার জামিন বহাল

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ঋণ জালিয়াতির মামলায় অগ্রণী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মিজানুর রহমানসহ তিন কর্মকর্তার জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।

সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে অগ্রণী ব্যাংকের কর্মকর্তাদের পক্ষে শুনানি করেন আইনজীবী মাহবুব আলী। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মামুন মাহবুব।

এর আগে গত সপ্তাহে অগ্রণী ব্যাংকের ডিএমডি মিজানুর রহমানসহ তিন কর্মকর্তার জামিন স্থগিত চেয়ে আবেদন করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

 

১০৮ কোটি টাকার ঋণ জালিয়াতির অভিযোগে দুদক মতিঝিল থানায় মামলা দায়ের করে। এই মামলায় ব্যাংকের প্রাক্তন চেয়ারম্যান সৈয়দ আবদুল হামিদ, ডিএমডি মিজানুর রহমানসহ ১৫ জনকে আসামি করে।

৪ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ ডিএমডি মিজানুর রহমান, ব্যাংকের ডিজিএম মোহম্মদ আখতার রহমান ও এজিএম মোহাম্মদ শফিউল্লাহকে জামিন দেন। জামিন আদেশ স্থগিত চেয়ে দুদক আবেদন করলে আদালত তাদের জামিন বহাল রাখেন।

 

 

 

সূত্র: রাইজিংবিডি