বৃহস্পতিবার , ১ জুলাই ২০২১ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

অগ্নিকাণ্ড থেকে বাড়ি বাঁচাল ৪ বছরের শিশু (ভিডিও)

Paris
জুলাই ১, ২০২১ ৮:৪৪ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বয়স মাত্র চার বছর হলে কী হবে উপস্থিত বুদ্ধিতে যেকোনো প্রাপ্তবয়স্ক মানুষকে টেক্কা দিতে পারবে শিশুটি। বসার ঘরে খেলার সময় হঠাৎ রান্নাঘরে আগুন চোখে পড়ে তার। আগুন থেকে হতে পারত বড় ধরনের দুর্ঘটনা কিন্তু শিশুটির উপস্থিত বুদ্ধির জোরে তা হয়নি। ওই সময়কার সিসিটিভি ফুটেজ সামনে আসার পর শিশুটির উপস্থিত বুদ্ধির তারিফ করেছেন নেটিজেনরা।

এনডিটিভি বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এই ঘটনা ঘটেছে। অ্যামেলিয়া জেরেমিন নামে চার বছর বয়সী শিশুটি নিজে মনে বসার খেলছিল। হঠাৎ পাশের রান্নাঘরে আগুন দেখতে পায়।

এ সময় নিরাপদ দূরত্বে থেকে তাকে বিড়বিড় করে বলতে শোনা যায়, আগুন। বাবা আমাকে মেরেই ফেলবে। কয়েক সেকেন্ড পর সে বলতে থাকে, ভাবো, ভাবো। এরপরই দৌড়ে গিযে অন্য কক্ষে থাকা বাবা ড্যানিয়েল জেরেমিনকে ডেকে আনে অ্যামেলিয়া। ড্যানিয়েল পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলেন।

ওই ঘটনার সময়কার ভিডিও শেয়ার করে ড্যানিয়ের লিখেছেন, আমার মেয়েটি আজ রাতে আগুন লাগার হাত থেকে বাড়ি বাঁচিয়েছে। রান্নাঘরের এয়ার ফ্রায়ার থেকে আগুনের সূত্রপাত হয়েছিল। অ্যামেলিয়ার উপস্থিত বুদ্ধির জোরে বেঁচে গেলাম।

ওই ভিডিও শেয়ার করার পর অ্যামেলিয়ার উপস্থিত বুদ্ধির প্রশংসা করেছেন নেটিজেনরা

https://youtu.be/Pn7xj7_3TRI

সর্বশেষ - আন্তর্জাতিক