শুক্রবার , ২ সেপ্টেম্বর ২০১৬ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর
NBIU Spiring 2025 New Ad

৮৫-তেও মডেলকন্যা

Paris
সেপ্টেম্বর ২, ২০১৬ ৮:৪১ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ বিনোদন ডেস্ক:

কার্মেন ডেল অরেফিস। বয়স এখন ৮৫। এই বয়সেও ‘বুড়ি’ হননি। দিব্যি চালিয়ে যাচ্ছেন মডেলিং৷ এখনো চোখ ধাঁধানো সুন্দরী! ছিলেন সবচেয়ে কম বয়সি মডেলদের একজন, এখন তিনি বিশ্বের সবচেয়ে বেশি বয়সি মডেল৷ সম্প্রতি জার্মানভিত্তিক সংবাদমাধ্যম ডয়চে ভেলে তার সুন্দরী থাকার রহস্য খোঁজার চেষ্টা করেছেন। রাইজিংবিডির পাঠকদের জন্য সেই রহস্য তুলে ধরা হলো-

 

সেই মেয়েটি : ১৯৪৬ সালের এক সকাল। নিউ ইয়র্কের ব্যস্ত রাস্তায় একটা বাস থামল। বাস থেকে নামল ১৫ বছর বয়সি এক কিশোরী৷ তাকে দেখে এক ফটোগ্রাফারের মনে হলো, ‘মেয়েটির চেহারায়, দৈহিক গড়নে মডেল হবার সব উপাদান আছে৷’ সেই মেয়েই কার্মেন ডেল অরেফিস৷ ইটালিয়ান-হাঙ্গেরিয়ান বাবা-মায়ের সন্তান কার্মেনের এভাবেই মডেলিং দুনিয়ায় পদার্পণ৷

 

Del_Orefis

 

দারিদ্র্য তাকে করেছে সুপারস্টার : কার্মেনের জীবনে দারিদ্র্যের কষাঘাত ছিল৷ বাড়িতে টেলিফোন ছিল না বলে কাজ দিতে চাইলেও এজেন্সি তার সঙ্গে যোগাযোগ করতে পারত না৷ অনেক সুযোগ নষ্ট হয়েছে এ কারণে৷ বাবা-মায়ের বাসভাড়া দেওয়ার ক্ষমতা ছিল না বলে রোলারস্কেটিং করে কর্মস্থলে যেতেন কার্মেন৷ তখন বয়স মাত্র ১৫৷

 

পনেরোতেই প্রচ্ছদকন্যা : ১৫ বছর বয়সেই ‘ভোগ’-এর মতো বিখ্যাত ম্যাগাজিনের প্রচ্ছদকন্যা হন কার্মেল ডেল অরেফিস৷ তখন তিনি সবচেয়ে কম বয়সি মডেলদের একজন৷ ১৯৬৬ সালে প্রথম ছবি মুক্তি পায় তার। ছবির নাম ‘দ্য লাস্ট অফ দ্য সিক্রেট এজেন্টস’৷ তারপর দীর্ঘ ৩০ বছর আর ঐ পথ মাড়াননি৷ তবে ১৯৯৬ সালে আবার রূপালি পর্দা আলোকিত করতে দেখা যায় তাকে৷ সেই থেকে ২০১০ সাল পর্যন্ত চারটি পূর্ণদৈর্ঘ চলচ্চিত্রে অভিনয় করেছেন৷ এর বাইরে ছয়টি টিভি সিরিয়ালেও অভিনয় করেছেন কার্মেন৷

 

জীবনভর চড়াই-উৎরাই : কৈশোরেই পরিবারের দায়িত্ব নিয়ে খুব কম বয়সে প্রাচুর্যের মুখ দেখেছিলেন কার্মেন৷ শুরুতে ঘণ্টায় সাড়ে সাত ডলার পারিশ্রমিক দিয়ে যারা ভাবতো ‘ঢের হয়েছে’, একসময় তার কাছে মোটা অঙ্কের চেক পাঠিয়েও তারা ধন্য হতেন৷ কিন্তু স্বামীর প্রতারণা নিঃস্ব করেছিল তাকে৷ খুব দৃঢ়চেতা বলেই সামলে উঠে এখনো মডেলিংয়ে টিকে আছেন কার্মেন৷

 

Del_Orefis_01

 

ইতিহাস সাক্ষী : কার্মেনের জন্ম যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে, ১৯৩১ সালে৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা খুব মনে আছে৷ সেই যুদ্ধের পরও অনেকগুলো বছর গেল৷ ফেলে আসা সময় নিয়ে ভাবলে আমেরিকান এই মডেলের নিজেকে ‘ইতিহাসের সাক্ষী’ বলে মনে হয়৷ এক সাক্ষাৎকারে তাই কার্মেন বলেছেন, ‘‘আমি জীবনের এমন একটা সময়ে এসে দাঁড়িয়েছি, যখন মনে হচ্ছে যে এ সময়টা একান্তই আমার৷ গোটা একটা ইতিহাসের সাক্ষী আমি৷ দীর্ঘ একটা সময়ের অভিজ্ঞতা আছে আমার ঝুলিতে৷’’

 

এখনো খবরে : এখনো তাকে দেখলে থমকে দাঁড়ায় অনেক তরুণ৷ তা ছাড়া এই বয়সে মডেলিং করছেন বলে মিডিয়ার চোখও থাকে তার দিকে৷ পাঁচ বছর আগেই বিশ্বের সবচেয়ে বেশি বয়সি মডেলের স্বীকৃতি পেয়েছেন তিনি৷ বয়সকে হার মানানো এমন এক তারকার দিকে সবার চোখ থাকাই তো স্বাভাবিক!

 

Del_Orefis_02

 

আজীবন কাজ : ৮৫ বছর বয়সেও মডেলিংয়ে আছেন কার্মেন৷ নিজেকে একেবারেই ‘বুড়ো’ ভাবেন না৷ বরং বয়সের প্রশ্ন তুললেই বলেন, ‘বুড়ো তো সবাইকেই হতে হবে, মরতেও হবে একদিন৷ কিন্তু ঠিক কীভাবে আমরা বুড়ো হবো, কীভাবে জীবনটা কাটাবো- সেটা তো আমাদেরই হাতে৷ তাই আমি জীবনের শেষ দিন পর্যন্ত কাজ করে যেতে চাই৷’

সূত্র: রাইজিংবিডি