সিল্কসিটিনিউজ ডেস্ক:
সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৯ সেনা সদস্য নিহত হয়েছে। এছাড়া গাড়িতে পেতে রাখা বোমা বিস্ফোরিত হয়ে নিহত হয়েছে এক সরকারি কর্মকর্তা। সোমবার সকালে মোগাদিসুর বাইরে একটি সেনা প্রশিক্ষণ শিবিরে এ হামলার ঘটনা ঘটেছে।
সন্ত্রাসী গোষ্ঠী আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট গ্রুপ আল-শাবাব আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছে।
পুলিশ কর্মকর্তা নুর হোসেন বলেছেন,‘সশস্ত্র এক আত্মঘাতী হামলাকারী সেনা সদস্যের ছম্মবেশে বিস্ফোরক জ্যাকেট গায়ে দিয়ে শিবিরে প্রবেশ করে । সেনাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ার পর আত্মঘাতী জ্যাকেটের বিস্ফোরণ ঘটায়।’
নাম প্রকাশে অনিচ্ছুক এক সেনা কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘প্রশিক্ষণ শেষ হওয়ার পর আত্মঘাতী ওই হামলাকারী বোমার বিস্ফোরণ ঘটিয়েছে। কমপক্ষে ৯ সেনা নিহত হয়েছে। আহত হয়েছে ১২জনেরও বেশি। আহতদের বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। সেনা সদস্যের পোশাক গায়ে দিয়ে প্রশিক্ষণ শিবিরে কোনো জঙ্গির প্রবেশ ঠেকানো সহজ কাজ নয়।’
এদিকে শহরের অপরপ্রান্তে গাড়িতে পেতে রাখা বোমা বিস্ফোরণে এক সরকারি কর্মকর্তা নিহত হয়েছে বলে জানিয়েছেন মোগাদিসুর মেয়র আব্দিফাতাহ ওমর হেলেন।
প্রসঙ্গত, এর আগে রোববার মোগাদিসুর বাইরে এক সেনা ঘাঁটিতে বোমা হামলায় কমপক্ষে ১৫ জন মারা গেছে।
সূত্র: রাইজিংবিডি