রোহিঙ্গা গণহত্যা মামলায় জাতিসংঘের সর্বোচ্চ আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসের (আইসিজে) এখতিয়ার নিয়ে করা আবেদনে মিয়ানমারের শুনানি শেষ। আগামী ২৩ ফেব্রুয়ারি শুনানি করবে গাম্বিয়া।
সোমবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নেদারল্যান্ডসের দ্য হেগের পিস প্যালেসে এ শুনানি অনুষ্ঠিত হয়। এ সময় গ্রেট হল অব জাস্টিসে কিছু সদস্য উপস্থিত থাকলেও বাকিরা ভার্চ্যুয়ালি বিচারিক কার্যক্রমে অংশ নেন।
মিয়ানমারের রাখাইনে ২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর নির্যাতন চালানোর অভিযোগে দেশটির সেনাবাহিনীর বিরুদ্ধে ২০১৯ সালের ১১ নভেম্বর আইসিজে আদালতে মামলা করে গাম্বিয়া।
সে সময় প্রায় সাত লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হয়। মিয়ানমার সেনাবাহিনী ‘গণহত্যার উদ্দেশ্যে’ অভিযান চালিয়েছে বলে অভিযোগ করে আসছেন জাতিসংঘের তদন্তকারীরা।
বিশ্বের ৫৭টি মুসলিম দেশের সংগঠন অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি), কানাডা ও নেদারল্যান্ডস গাম্বিয়ার দায়ের করা মামলায় সমর্থন দিয়েছে।
এর আগে এ মামলায় হেগের আদালতে মিয়ানমারের পক্ষে শুনানিতে অংশ নেন দেশটির তৎকালীন নেতা অং সান সু চি।
সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন