শনিবার , ২১ সেপ্টেম্বর ২০২৪ | ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রাজশাহীর রেল স্টেশন থেকে হেরোইনসহ মাদক কারবারী গ্রেপ্তার

Paris
সেপ্টেম্বর ২১, ২০২৪ ৪:০৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর রেলওয়ে স্টেশন থেকে হেরোইনসহ এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার গভীর রাতে রাজশাহী র‌্যাব-৫ এর একটি দল অভিযান চালিয়ে হেরোইনসহ তাকে গ্রেপ্তার কজরে। গ্রেপ্তার মাদক কারবারীর নাম জমসেদ ওরফে নওসাদ ওরফে নাসা (৫৬)। তিনি গোদাগাড়ীর চরআষাড়িয়াদহ এলাকার মৃত আজিজুল হকের ছেলে।

র‌্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল জানতে পারে মাদক কারবারী নাসা হেরোইন নিয়ে ঢাকায় যাওয়ার জন্য রাজশাহী রেলওয়ে স্টেশনে যাত্রীবেশে অবস্থান করছে। এসময় র‌্যাব তার গতিবিধি লক্ষ্য করে শুক্রবার রাত ১টার দিকে অভিযান চালায়।

এসময় নাসাকে গ্রেপ্তার করে র‌্যাব। পরে তার কাছে তল্লাশি চালিয়ে ২শ’ গ্রাম হেরোইন উদ্ধার হয়। নাসা একজন চিহ্নিত মাদক কারবারী বলে জানিয়েছে র‌্যাব। তাকে রেলওয়ে পাকশি থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে।

সর্বশেষ - রাজশাহীর খবর