বুধবার , ১০ আগস্ট ২০১৬ | ২৬শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রাজশাহীতে পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতি

Paris
আগস্ট ১০, ২০১৬ ১:২৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীর বুধপাড়া এলাকায় পুলিশ সদস্যের বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে ল্যাপটপ, কিছু নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করেছে এক দল ডাকাত। মঙ্গলবার দিনগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ সদস্য শাহিন আক্তার সিল্কসিটি নিউজকে জানান, ঘটনার সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তিনি ডিউটিতে ছিলেন। গত রাতে বাড়ির প্রধান গেটের গ্রিল কেটে ১২ থেকে ১৩ জনের একদল ডাকাত বাড়িতে ঢুকে প্রথমে পরিবারের সবাইকে পিস্তল ও দেশিয় অস্ত্র ঠেকিয়ে হাত পা বেঁধে ফেলে।

এর পর বাড়িতে যা টাকা পয়সা, স্বর্নালংকার আছে তা দিয়ে দিতে বলে। এ সময় ল্যাপটপ, বেশ কিছু নগদ টাকা, চার ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় ডাকাত দল। ডাকাতরা হাফ প্যান্ট পরে মুখ কাপড় বেঁধে ডাকাতি করে বলে জানান তিনি।

এদিকে, মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির সিল্কসিটি নিউজকে  জানান, বিষয়টি বর্তমানে তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় থানায় মামলা হবে বলেও জানান ওসি।

স/অ

সর্বশেষ - রাজশাহীর খবর