বুধবার , ১৩ জুলাই ২০১৬ | ২৫শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রাজশাহী জেলা আ’লীগ নেতা আসাদকে চিঠি দিয়ে ‘হত্যার হুমকি‘ আইএস’র

Paris
জুলাই ১৩, ২০১৬ ৮:০০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদকে হত্যার হুমকি দিয়ে চিঠি দিয়েছে জঙ্গীগোষ্ঠী আইএস। বুধবার সন্ধ্যায় রাজশাহী প্রেসক্লাবে ডাকযোগে প্রেরতি রেজিস্ট্রিচিঠিতে এই হুমকি দেয়া হয়।

প্রেরকের জায়গায় নাম দেয়া আছে নওগাঁ জেলার আত্রাই উপজেলার জৈনক হেকমত আলীর। পরে মোবাইল ফোনে রাজশাহী প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাইদুর রহমান আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান আসাদকে বিষয়টি অবগত করেন।

ওই চিঠিতে ‘রাজশাহীতে আমাদের পরবর্তী কিলিং মিশন’ শিরোনামে বলা আছে, আমরা তাকে বারবার সর্তক করার পরও সে ইউনিয়ন পরিষদের নির্বাচনে রাজশাহী জেলার বিভিন্ন উপজেলা এবং চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জের বিভিন্ন ইউনিয়নে সভা সমাবেশে আমাদের সম্পর্কে উদ্ধর্তপূর্ণ বক্তব্য দেয় এবং ইসলামী চিন্তাবিদদের চ্যালেঞ্জ দেয়-যা বাংলাদেশের ইসলামের জন্য হুমকি। আবার সে শেখ হাসিনাকে ইসলাম দরদী বানানোর চেষ্টা করে বক্তব্য রেখে বলেছে শেখ হাসিনার হাতে বাংলাদেশের ইসলাম নিরাপদ, তিনি ইসলামী আইনে দেশ পরিচালনা করছে, দেশে আলেম ওলামাগণকে সর্বোচ্চ সম্মান দিচ্ছেন। কিন্তু আপনারা অবগত আছেন এই জালেম সরকারের নির্যাতন, হত্যা, গুম এগুলোর হাত থেকে দেশের ইসলামী চিন্তাবিদ, আলেম, ওলামাগণ এমনকি ইসলামী আদর্শের সাধারণ মানুষও ছাড় পাচ্ছে না। আর আসাদুজ্জামান আসাদ এই সরকারের ইসলাম বিরোধী কর্মকান্ড বাস্তবায়নে কাজ করছে।

ইসলাম অপপ্রচার এমনভাবে করছে যে তার জন্যই তাকে আমাদের পরবর্তী কিলিং মিশনের টার্গেট।

তবে বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে আওয়ামী লীগ নেতা আসাদুজ্জ্মান আসাদ সিল্কসিটিনিউজকে বলেন, ‘হত্যার হুমকি দিয়ে চিঠি পাঠানো হয়েছে বলে শুনেছি। তবে বিষয়টি নিয়ে আমি বিচলিত নয়। যারা সারাদেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে তৎপর রয়েছে-তারাই মূলত এই ধরনের চিঠি পাঠিয়েছে।’

আইএসকে আমরাও খুঁজছি উল্লেখ করে আসাদ বলেছেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের ভয়ভীতি দেখিয়ে দমানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু আমরা কারো হুমকিতে ভীতু নয়। আমরা লড়াকু সৈনিক। এ নিয়ে থানায় জিডিও করবো না-যোগ করেন আসাদ।’
স/আর

সর্বশেষ - রাজশাহীর খবর