রবিবার , ১ সেপ্টেম্বর ২০২৪ | ১লা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

‘ভ্যানের ওগুলা যেন মানুষের লাশ না, এক দলা মাংসপিণ্ড’

Paris
সেপ্টেম্বর ১, ২০২৪ ৭:৪০ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ভিডিওর দৈর্ঘ্য মাত্র ১ মিনিট ১৪ সেকেন্ড। ভিডিওটি করা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে। তবে এই নৃশংস ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে কয়েক দিন আগে। সেটা দেখে শিউরে উঠেছে এ দেশের মানুষ।

ভিডিওতে দেখা যায়, পুলিশ সদস্যরা একের পর এক লাশ ভ্যানে তুলছেন। চাদর আর ব্যানার দিয়ে ঢেকে দিচ্ছেন লাশগুলো। ভয়ংকর এ ভিডিও দেখে চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী নিজেও বাকরুদ্ধ।

জানা গেছে, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর সাভারের আশুলিয়া থানার সামনে অনেকে বিজয় মিছিল করে।

এরপর থানা ঘেরাও করে। পুলিশ তাদের ওপর নির্বিচারে গুলি ছোড়ে। আন্দোলনকারীদের অনেকেই তখন ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে মারা যায়। পরে পুলিশ নিহতদের একটি ভ্যানে করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
ভিডিও দেখে আজ ফেসবুকে ফারুকী লিখেছেন, ‘মেরুদণ্ড শীতল করে দেওয়া যেসব ডিটেইল বের হয়ে আসছে ধীরে ধীরে, তাতে স্তব্ধ হয়ে যেতে হয়। যে সরকারের শপথ ছিল নাগরিকদের নিরাপত্তা দেওয়ার, সে সরকারই যদি ক্ষমতার জন্য লাশের স্তূপের ওপর বসে নৃত্য করে। এর চেয়ে ভয়ংকর আর কী হইতে পারে? ভ্যানের ওগুলা যেন মানুষের লাশ না, এক দলা মাংসপিণ্ড যেগুলা কোথাও বিলং করে না, কারো ভাই হয় না, সন্তান হয় না। যেন তাদের অপেক্ষায় কোনো বাড়িতে কেউ বসে নাই। কী বীভৎস ক্ষমতার এই লোভ!’

ফারুকীর লেখা পোস্টের মন্তব্যের ঘরে নেটিজেনরা অপরাধীদের বিচার চেয়েছেন।

এই ঘটনার সঙ্গে জড়িত পুলিশ সদস্যদেরও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। 

সূত্র: কালের কণ্ঠ

সর্বশেষ - বিনোদন