সোমবার , ২১ অক্টোবর ২০২৪ | ৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ব্রাজিলের প্রেসিডেন্টের রাশিয়া সফর বাতিল

Paris
অক্টোবর ২১, ২০২৪ ১১:৩৫ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ব্রিকস সম্মেলনে যোগ দিতে রাশিয়া সফরে যাচ্ছেন না ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডা সিলভা। শনিবার (১৯ অক্টোবর) নিজ বাড়িতে এক দুর্ঘটনায় মাথায় আঘাতপ্রাপ্ত হওয়ার কারণে সফর বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

ব্রিকস ২০২৪-এর আয়োজক রাশিয়া। দেশটির কাজান শহরে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সম্মেলন চলবে। সম্মেলনে যোগ দিতেই রবিবার রওয়ানা দেওয়ার কথা ছিল ৭৮ বছর বয়সী সিলভার। কিন্তু আপাতত দীর্ঘ ফ্লাইট এড়ানোর পরামর্শ দিয়েছেন তার চিকিৎসকরা। তবে সাধারণ কাজকর্মে কোনও স্বাস্থ্য ঝুঁকি নেই।

প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয়েছে, সম্মেলনে ভার্চুয়ালি অংশগ্রহণ করবেন সিল্ভা। এছাড়া সাধারণ ও দৈনন্দিন কাজ চালিয়ে যাবেন তিনি।

তবে তার আঘাত সম্পর্কে বিস্তারিত তথ্য কার্যালয় থেকে প্রকাশ করা হয়নি।

সিলভার চিকিৎসকদের বরাতে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, প্রেসিডেন্টের পাঁচটি সেলাই লেগেছিল। এরপর তাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। পরদিন সকালে ফলো আপের জন্য তিনি আবারও হাসপাতালে আসেন।

স্থানীয় সময় রবিবার বিকাল পাঁচটায় রাশিয়ার উদ্দেশ্যে বিমানে ওঠার কথা ছিল ব্রাজিলীয় প্রেসিডেন্টের। চলতি বছর এটাই হতো রুশ প্রেসিডেন্টের সঙ্গে তার সামনাসামনি মোলাকাত।

উল্লেখ্য, ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার সমন্বয়ে গঠিত সংগঠন হলো ব্রিকস। অনেক বিশ্লেষক ব্রিকসকে শিল্পোন্নত দেশের সংস্থা জি-সেভেন এর ভবিষ্যৎ বিকল্প বলে আখ্যায়িত করে থাকেন।

 

সূত্র: বাংলা ট্রিবিউন

সর্বশেষ - আন্তর্জাতিক