মঙ্গলবার , ২ ফেব্রুয়ারি ২০২১ | ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বিশ্বের সেরা পাঁচ স্মার্টফোন ব্র্যান্ডের তালিকায় ভিভো

Paris
ফেব্রুয়ারি ২, ২০২১ ১০:২২ অপরাহ্ণ

২০২০ সালের সেরা পাঁচ স্মার্টফোন ব্র্যান্ডের বৈশ্বিক তালিকায় রয়েছে বহুজাতিক স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। ইন্টারন্যাশনাল ডেটা কর্পোরেশন (আইডিসি) এর বার্ষিক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

সম্প্রতি প্রকাশিত আইডিসি’র প্রতিবেদন থেকে জানা যায়, বহুজাতিক স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো ৮.৬ শতাংশ মার্কেট শেয়ারের পাশাপাশি ১১০ মিলিয়নের বেশি ডিভাইস শিপমেন্ট করে বিশ্ব স্মার্টফোন বাজারে পঞ্চম স্থান দখল করেছে। সার্বিকভাবে নিম্নমুখী বাজারে প্রায় ১ শতাংশ প্রবৃদ্ধিও অর্জন করেছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটি।

বাংলাদেশে শীর্ষ ব্র্যান্ডগুলোর তালিকায় থাকা ভিভো চীনের স্মার্টফোন বাজারে এখন দ্বিতীয় অবস্থানে রয়েছে। ভারতে রয়েছে তৃতীয় অবস্থানে। অন্যদিকে, ইন্দোনেশিয়ার বাজারে নেতৃত্ব দিচ্ছে বহুজাতিক এই প্রতিষ্ঠানটি।

বিশ্বের বিভিন্ন প্রান্ত্মে ছড়িয়ে রয়েছে প্রতিষ্ঠানটির ৯ টি রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট (আর অ্যান্ড ডি) সেন্টার। ৫জি, কৃত্রিম বুদ্ধিমত্তা, ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন, ফটোগ্রাফি এবং ভবিষ্যত প্রযুক্তিসহ সর্বাধুনিক প্রযুক্তির উন্নয়নেও জোর দিচ্ছে ভিভো।

আইডিসির প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালে মোবাইল ফোন বাজারের ৫.৯ শতাংশ পতন হলেও ২০২১ সালে ফের চাঙ্গা হবে মোবাইল ফোন বাজার।

 

সুত্রঃ কালের কণ্ঠ

সর্বশেষ - বিজ্ঞান ও প্রযুক্তি