শুক্রবার , ১৫ নভেম্বর ২০২৪ | ১লা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বিয়ে নিয়ে যা বললেন নায়িকা ববি

Paris
নভেম্বর ১৫, ২০২৪ ৬:৫৭ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

গণঅভ্যুত্থানের পর জেগে উঠতে শুরু করেছে বিনোদন জগতের ঢালিউড অঙ্গন। বিপ্লবপরবর্তী নতুন বাংলাদেশ নিয়েও ইতিবাচক কথা বললেন ঢালিউড অভিনেত্রী ইয়ামিন হক ববি। সম্প্রতি লাল শাড়ি আর নজরকাড়া গহনা পরে এফডিসিতে এসেছিলেন এ অভিনেত্রী। রীতিমতো বউয়ের সাজ দেখে অনেকেই জানতে চেয়েছিলেন— বিয়ে করছেন কবে? জবাবে তিনিও জানিয়েছেন— ভালো বর পেলেই বিয়ে করব।

নতুন একটি সিনেমায় যুক্ত হয়েছেন এ অভিনেত্রী। ছবির নাম ‘বউ’। নির্মাণ করছেন কেএ নিলয়। ছবিতে ডিএ তায়েবের সঙ্গে জুটি বেঁধেছেন ববি। গত (১৩ নভেম্বর) বুধবার এফডিসিতে ছিল সেই ছবির মহরত। গণঅভ্যুত্থানের পর প্রথম সিনেমা প্রসঙ্গে ববি বলেন, নতুন বাংলাদেশে নতুন এক গল্প নিয়ে দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছি। সামাজিক ও পারিবারিক গল্পে নির্মিত হতে যাচ্ছে এ সিনেমাটি। আশা করছি, সিনেমাটি সবার ভালো লাগবে।

‘বউ’ ছবি প্রসঙ্গে পরিচালক কেএ নিলয় বলেন, চলতি মাসের শেষে ‘বউ’ সিনেমার শুটিং শুরু হবে। একটানা শুটিং করে দ্রুত শেষ করা হবে দৃশ্য ধারণের কাজ। নতুন বছরের মাঝামাঝি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।

দেশের সিনেমা অঙ্গন থমকে গেছে। এমন এক সময়ে সিনেমায় যুক্ত হওয়া প্রসঙ্গে ববি বলেন, ‘সিনেমার কাজ কিন্তু হচ্ছে, টুকটাক। দেশের প্রায় সব জায়গাতেই কাজ একটু কম কম হচ্ছে। একটা ট্রানজিশন পিরিয়ড যখন যায়, তখন সবকিছুর একটা টানাপোড়েন থাকে। সিনেমাতেও সে রকম যাচ্ছে। আমি পজিটিভ মানুষ, আমি সবসময় সম্ভাবনা দেখি। আমি আশাবাদী।’

উল্লেখ্য, গত ঈদুল আজহায় মুক্তি পায় ববি অভিনীত সিনেমা ‘ময়ূরাক্ষী’। যদিও প্রেক্ষাগৃহে দর্শক টানতে ব্যর্থ হয় সিনেমাটি। তবে ছবির পরিচালকের সঙ্গে দ্বন্দ্ব নিয়ে আলোচনায় ছিলেন ববি।

সূত্র: যুগান্তর