শুক্রবার , ৪ অক্টোবর ২০২৪ | ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বাসভবনে ক্ষেপণাস্ত্র হামলা, কী করলেন নেতানিয়াহু?

Paris
অক্টোবর ৪, ২০২৪ ৮:২৪ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনের কাছে ক্ষেপণাস্ত্র হামলার পরে সতর্ক সাইরেন বাজানো হয়েছে।

শুক্রবার স্থানীয় সূত্রগুলোর বরাত দিয়ে ইসরাইলি গণমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।

ইসরাইলি সূত্রগুলো জানিয়েছে, সেজারিয়ায় নেতানিয়াহুর আবাসস্থল লক্ষ্য করে একটি ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, হামলার সময় নেতানিয়াহু তার বাসভবনেই ছিলেন এবং নিরাপদ আশ্রয়ে পালিয়ে গেছেন।

অপারেশন আল আকসা স্টর্ম শুরু হওয়ার পর ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আবাসস্থল সেজারিয়ায় এটিই প্রথমবারের মতো অ্যালার্ম সাইরেন বাজানো হয়েছে।

এদিকে, উত্তর ইসরাইলে আবারও রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। যার ফলে সেখানে সতর্ক সাইরেন শোনা গেছে বলে জানিয়েছে ইসরাইলি গণমাধ্যম।

টাইম অব ইসরাইল বলছে, নতুন এই সতর্ক সাইরেন লেবননের পক্ষ থেকে নতুন রকেট হামলার ইঙ্গিত দেয়।

হিজবুল্লাহ জানিয়েছে, শুক্রবার তাদের যোদ্ধারা উত্তর ইসরাইলে শতাধিক রকেট নিক্ষেপ করেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

 

সূত্র: যুগান্তর

সর্বশেষ - আন্তর্জাতিক