শুক্রবার , ৩০ আগস্ট ২০২৪ | ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বাংলাদেশকে শক্ত প্রতিপক্ষ মানছেন অশ্বিন

Paris
আগস্ট ৩০, ২০২৪ ১১:০৯ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

রাওয়ালপিন্ডিতে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট জয় পেয়েছে বাংলাদেশ। সেই জয়টা এসেছে ১০ উইকেটের বিশাল ব্যবধানে। সিরিজে এগিয়ে থেকে দ্বিতীয় টেস্টে আজ মাঠে নামবে নাজমুল হোসেন শান্তর দল। টেস্টে বাংলাদেশের এমন দিন খুব কমই এসেছে। এমন বাংলাদেশকে তাই শক্ত প্রতিপক্ষ মানছে ভারতের তারকা অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন।

বাংলাদেশের জয় নিয়ে নিজের ইউটিউব চ্যানেলে আলোচনায় অশ্বিন বলেন, ‘বাংলাদেশ প্রথমবারের মতো টেস্ট ক্রিকেটে পাকিস্তানকে হারিয়ে দিয়েছে। এটা একটা অবিশ্বাস্য ভালো খবর। বিশেষ করে দেশটির মানুষ যখন একটা অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। কোচ, অধিনায়ক—সবার জন্যই এটা গর্বের।’

পাকিস্তানের খেলায় বিস্মিত হয়েছেন জানিয়ে অশ্বিন বলেন, ‘ম্যাচটা হয়েছে একটা রাস্তার মতো পিচে। বাংলাদেশ সেখান থেকে জয় তুলে নিয়েছে। এই ম্যাচের প্রথম তিন দিনে তেমন কিছুই ঘটেনি। তারপর আমি যখন একটা ফ্লাইটে উঠব, তখন পাকিস্তান আমাকে চমকে দিয়েছে। হাইলাইটস দেখে বুঝলাম, পাকিস্তান শেষ দিনে পুরোপুরি ধসে গেছে।’

অশ্বিন আরও বলেন, ‘অনেক দিন আমি এ ধরনের বিপর্যয় দেখিনি। কোনো দলকে এমন পিচে এভাবে আত্মসমর্পণ করতে দেখিনি। উইকেটে তো তেমন কিছুই দেখলাম না। রাস্তা মনে হয়েছে। রিজওয়ানই যা একটু লড়াই করেছে। আমি আসলে বুঝতেই পারিনি, কী খেলছে পাকিস্তান।’

বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে অশ্বিন বলেন, ‘বাংলাদেশকে জয়ের জন্য কৃতিত্ব দিতেই হবে। ওরা সর্বশেষ যখন ভারত সফরে এসেছে, তখনো আমি বলেছিলাম—ওরা ভালো খেলেছে। ওরা টেস্ট খেলার একটা ফর্মুলা খুঁজে পেয়েছে। তাদের ভালো কয়েকজন পেসার আছে। আবার লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিমের মতো অভিজ্ঞরাও আছে। কিছু তরুণ আছে, যেমন জাকির হাসান, সাদমান ইসলাম; এরাও ভালো। মিরাজের অভিজ্ঞতাও খুব কাজের।’

পাকিস্তানকে হারানো এমন বাংলাদেশের বিপক্ষে আগামী সেপ্টেম্বরেই ঘরের মাঠে দুটি টেস্ট খেলবে ভারত। সেই টেস্টে বাংলাদেশকে শক্ত প্রতিপক্ষ হিসেবেই মানছেন অশ্বিন। বলেন, ‘সব মিলিয়ে বাংলাদেশ দল টেস্টে ভালো লড়াই করে। নিশ্চিতভাবেই উপমহাদেশের কন্ডিশনে ওরা উড়িয়ে দেওয়ার মতো দল নয়। তারা আমলে নেওয়ার মতো দল।’

 

 

সূত্র: যুগান্তর

সর্বশেষ - খেলা