রবিবার , ৪ জুলাই ২০২১ | ১৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

পরপর প্রিয়জনের চিরবিদায়, কঠিন সময়ে হাল ছাড়েননি মিমি

Paris
জুলাই ৪, ২০২১ ১০:৩১ পূর্বাহ্ণ

কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। মাসখানেক আগেই সন্তানসম চারপেয়ে ‌চিকুকে (পোষ্য কুকুর) হারিয়েছেন সাংসদ। সেই শোক কাটিয়ে উঠবার আগেই ফের প্রিয়জনকে হারিয়ে ফেলার ধাক্কা। শনিবার দীর্ঘ ইনস্টাগ্রাম বার্তায় অভিনেত্রী জানালেন জীবনের কোন কঠিন সময়ের মুখোমুখি তিনি। তবুও হাল না ছেড়ে পজিটিভ থাকবার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কারণ তিনি হারতে শেখেননি, হাল ছাড়তে শেখেননি।

আসলে পজিটিভ থাকাটা একটা অভ্যাস, সেই অভ্যেসটা অর্জন করার বিদ্যায় বেশ পারদর্শী মিমি। কিন্তু কঠিন পরিস্থিতির সঙ্গে লড়তে লড়তেও মানসিক ক্লান্তি আসে। সেই ক্লান্তির কথাই ধরা পড়ল অভিনেত্রীর ইনস্টাগ্রাম পোস্টে।

সম্প্রতি ভুয়া ভ্যাকসিন ক্যাম্পে প্রতারণার শিকার হন মিমি। এরপর অভিনেত্রী নিজেও অসুস্থ হয়ে পড়েন। এখন অনেকটাই সুস্থ। শনিবার মিমি জানালেন, গত মাসে ঠাকুমাকে হারিয়েছেন তিনি। পরিস্থিতির চাপে শেষ বিদায়ও জানাতে পারেননি। পাশাপাশি করোনায় আক্রান্ত হয়েছিলেন তার বাবা, যদিও এখন সেরে উঠেছেন।

 

এদিন মিমি লিখেন, ‘বন্ধুরা বলে আমি খুব পজিটিভ। আমি নিজেও সেটা বিশ্বাস করি। অন্ধকারেও আলো খুঁজি। কারণ, আমি বিশ্বাস করি আলোর দেখা মিলবেই। কারও সঙ্গে দেখা হলে হেসে কথা বলার চেষ্টা করি। কারণ, হাসি বা জড়িয়ে ধরা কাউকে কষ্ট দেয় না। কিন্তু আজ যদি পজিটিভ না থাকতে পারি, না হাসতে পারি, আলো দেখতে না পাই… যদি এইবার আমি হেরে যাই… ’

‘…..আমার সন্তানকে (পোষ্য কুকুর চিকু) হারিয়েও আলো খুঁজেছি। আমি জানি অন্য পৃথিবীতে ওর সঙ্গে দেখা হবে। বাবার যখন কোভিড হয়েছিল (এখন ভালো আছেন) তখনও আলোর সন্ধান করেছি। গত মাসে ঠাকুমা চলে গেলেন, আমি শেষ বিদায়ও জানাতে পারিনি। আর এখন আমার তিন মাসের সন্তান (অর্থাৎ পোষ্য জুনিয়র চিকু) অসুস্থ। বলুন তো এবার কোথায় আলো খুঁজব? তবে আমার বিশ্বাস, হয়ত আমি শুধু সেই আলো দেখতে পাচ্ছি না, তবে আমি হাল ছেড়ে দিইনি, দেব না।’

এর আগে শুক্রবার ইনস্টাগ্রামে জুনিয়র চিকুর অসুস্থতার কথা জানান মিমি। তবে ঠিক কী হয়েছে এই খুদে সারমেয়র তা স্পষ্ট করে জানাননি অভিনেত্রী। গত এপ্রিলেই সিনিয়র চিকুকে হারান মিমি, ফেব্রুয়ারি মাসেই ক্যানসারে আক্রান্ত হয়েছিল মিমির পোষ্য। মে মাসেই মিমির ‘কোল আলো করে আসে’ জুনিয়ার চিকু। কিন্তু তার অসুস্থতার খবরে স্বাভাবিকভাবেই মন ভেঙেছে অভিনেত্রীর। তবে এই কঠিন সময়ে পাশে থাকবার জন্য বন্ধু অনিন্দ্য চট্টোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন মিমি।

 

সুত্রঃ বাংলাদেশ প্রতিদিন

সর্বশেষ - বিনোদন