শনিবার , ২৯ জুন ২০২৪ | ২২শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

নেপালে ভূমিধস, প্রাণ গেল ৯ জনের

Paris
জুন ২৯, ২০২৪ ৭:০৪ অপরাহ্ণ

সিল্কসিটি নিউজ ডেস্ক:
নেপালের পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টিপাতে সৃষ্ট ভূমিধসের কারণে তিন শিশুসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন।

শনিবার (২৯ জুন) একজন নেপালি কর্মকর্তার বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

নেপালের ন্যাশনাল ডিজাস্টার রেসকিউ অ্যান্ড রিডাকশন ম্যানেজমেন্ট অথরিটির মুখপাত্র ডিজান ভাট্টরাই বলেছেন, গুলমি জেলার মালিকা গ্রামে ভূমিধসের সময় একই পরিবারের পাঁচজন সদস্য ঘুমিয়ে ছিলেন। ভূমিধসে তারা সবাই মারা গেছেন। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে দুজন শিশু রয়েছে।

এ ছাড়া প্রতিবেশী স্যাংজা জেলায় এক নারী এবং তার তিন বছরের একটি মেয়ে শিশু ভূমিধসে তাদের বাড়ি চাপা পড়ে নিহত হয়েছে। অন্যদিকে গুলমির সীমান্তবর্তী বাগলুং জেলায় আরেকটি ভূমিধসে দুইজন নিহত হয়েছে।

এ বছর জুনের মাঝামাঝি থেকে নেপালে বর্ষা শুরু হয়েছে। সাধারণত সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকে। তবে এখনই দেশটিতে ভূমিধস, বন্যা ও বজ্রপাতের ঘটনায় অন্তত ৩৫ জন মারা গেছেন। অবশ্য বর্ষা মৌসুমে নেপালের বেশিরভাগ পার্বত্য অঞ্চলে ভূমিধস ও আকস্মিক বন্যা খুবই সাধারণ ঘটনা। এসব ঘটনায় প্রতি বছর শত শত লোক মারা যায়।

সর্বশেষ - আন্তর্জাতিক