বৃহস্পতিবার , ৭ নভেম্বর ২০২৪ | ২২শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

নির্বাসন থেকে ফিরেই অধিনায়ক হলেন ওয়ার্নার

Paris
নভেম্বর ৭, ২০২৪ ৭:১৭ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ডেভিড ওয়ার্নার ফিরলেন অধিনায়ক হিসেবে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। কিন্তু ঘরোয়া ক্রিকেট খেলছেন। বিগ ব্যাশ লিগের (বিবিএল) আগামী মৌসুমে সিডনি থান্ডারকে নেতৃত্ব দেবেন তিনি।

এতদিন অধিনায়ক হওয়ার উপর নিষেধাজ্ঞা ছিল ওয়ার্নারের। সদ্য সেই নিষেধাজ্ঞা তুলে নিয়েছে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড। তার পরেই ওয়ার্নারকে অধিনায়ক করল সিডনি। বুধবার অধিনায়ক হিসেবে তার নাম ঘোষণা করা হয়।

২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে অস্ট্রেলিয়ার তৎকালীন সহ-অধিনায়ক ওয়ার্নার বল বিকৃতি কাণ্ডে জড়িয়ে গিয়েছিলেন। তার পরেই অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড ওয়ার্নারের অধিনায়ক হওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করে। তবে সেটি কিছুদিন আগে তুলে নিয়েছে তারা।

অধিনায়ক হিসাবে ফেরার পর ওয়ার্নার বলেন, সিডনির অধিনায়ক হয়ে ভালো লাগছে। এটা আমার কাছে বিরাট ব্যাপার। শুরু থেকে আমি এই দলে খেলি। সেই দলের অধিনায়ক হিসাবে ফিরতে পেরে ভালো লাগছে। সামনে থেকে দলকে নেতৃত্ব দিতে চাই। নিজের অভিজ্ঞতা ভাগ করে নেব তরুণদের সঙ্গে।

 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন

সর্বশেষ - খেলা